শেখ হাসিনাকে নতুন সেনাপ্রধানের বার্তা দাবিতে এআই ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, “মুদির কোলে বসে ডায়লগ দেয়া হাসু আপাকে নতুন সেনাপ্রধানের নতুন বার্তা”। ভিডিওটিতে সেনা সদস্য সদৃশ একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “যিনি মোদির কোলে বসে বলেন টুপ করে দেশে ঢুকবেন। আপনি আসেন, পিলখানা, শাপলা, জুলাইয়ের হিসেব পই পই করে হবে। We stand United to defend our nation’s sovereignty, prepared for any challenge that may arise”। উল্লেখ্য যে, ৮ সেকেন্ড পর ভিন্ন ফ্রেমে একজন ব্যক্তিকে কথা বলতে শোনা যায়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশে নতুন সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়নি। জেনারেল ওয়াকার-উজ-জামানই এখনো সেনাপ্রধানের দায়িত্বে আছেন। এছাড়া, প্রচারিত ভিডিওটি কোনো সেনাকর্মকর্তার বক্তব্যের আসল ভিডিও নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি ভুয়া ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে। 

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। তাছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের পর নতুন করে কোনো সেনাপ্রধান নিযুক্ত হওয়ার বিষয়েও কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে এরূপ কোনো ঘটনা ঘটে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

পাশাপাশি প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস, সেনাবাহিনীর পোশাক ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

Screenshot of Claimed Video

এছাড়া, ভিডিওটি পর্যবেক্ষণে ভিডিওটির নিচের ডান কোণে ‘Veo’ নামের একটি জলছাপ ও এআই দিয়ে তৈরি কনটেন্টের লেবেল দেখতে পাওয়া যায়। অনুসন্ধানে জানা গেছে, ‘Veo’ গুগলের একটি উন্নত এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির দৈর্ঘ্য ১৬ সেকেন্ড এবং ৮ সেকেন্ড পর ফ্রেম পরিবর্তন হতে দেখা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে শেখ হাসিনার উদ্দেশ্য নতুন সেনাপ্রধানের নতুন বার্তার দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Veo 
  • Rumor Scanner’s analysis

আরও পড়ুন

spot_img