বন্যা পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তান তাদের নিজেদের ভূখণ্ডের পাঞ্জাব প্রদেশের কাদিরাবাদ বাঁধের তীররক্ষা বাঁধ গত ২৭ আগস্ট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে। এরই প্রেক্ষিতে এ বিষয়ে দেশীয় নানা সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করে। সংবাদে কোনোরকমের ডিসক্লেইমার ছাড়া বিস্ফোরণের একটি ছবিও সংযুক্ত করা হয়। তবে ছবিটি কাদিরাবাদ বাঁধে বিস্ফোরণের আসল ছবি কি না তা নিয়ে নেটিজেনদের মনে সংশয় জাগে।

আলোচিত ছবির সংযুক্তিসহ এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখুন: যমুনা টিভি, আরটিভি, কালবেলা (ফেসবুক), দৈনিক আমাদের সময়, ইনকিলাব, জনকণ্ঠ, ঢাকা প্রকাশ, বাংলাদেশ টাইমস, বিডি টুডে, প্রবাস টাইম, ঠিকানা নিউজ, আলোকিত বাংলাদেশ, পদ্মা সংবাদ, আমাদের বার্তা, বাংলা এডিশন, ইউএস বাংলা বার্তা, নতুন বার্তা, দৈনিক ঢাকা২৪, চ্যানেল মুসকান, প্রভাত আলো, আওয়ার টাইমস নিউজ, সিগন্যাল বিডি।
আলোচিত ছবিটি থাম্বনেলে সংযুক্ত করে এ বিষয়ে গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও প্রতিবেদন: গ্লোবাল টিভি নিউজ, যুগান্তর, মানবজমিন, রূপালী বাংলাদেশ।
ভিডিওতে আলোচিত ছবির সংযুক্তিসহ এ বিষয়ে গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও প্রতিবেদন: ইত্তেফাক।
এ বিষয়ে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
এ বিষয়ে গণমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এ বিষয়ে গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সম্প্রতি নিয়ন্ত্রিত বিস্ফোরণে পাকিস্তানের কাদিরাবাদ বাঁধ উড়িয়ে দেওয়ার আসল ছবি নয়। প্রকৃতপক্ষে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে তাতে মানুষের অবস্থান, বিস্ফোরণের ছবি ও পারিপার্শ্বিক অবস্থার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ করা যায় যা সাধারণত এআই প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইকোনমিক টাইমস’ এর ফেসবুক পেজে গত ২৭ আগস্টে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, “পাকিস্তান কঠোর পদক্ষেপ নিয়েছে—বন্যার বিশাল জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণে বাঁধের তীররক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে! পানির স্তর বাড়তে থাকায় জীবন ও অবকাঠামো রক্ষায় প্রস্তুত হচ্ছে কর্তৃপক্ষ। প্রকৃতির প্রলয়ংকরী শক্তির মুখোমুখি মরিয়া প্রতিরক্ষা—এই পদক্ষেপ কি বিপর্যয় ঠেকাতে পারবে?” (অনূদিত)

পোস্টটিতে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির তুলনা করলে মিল পাওয়া যায়। তবে পোস্টটিতে ছবিটি এআই দিয়ে তৈরি বলে উল্লেখ করা হয়। এছাড়াও এ বিষয়ে গণমাধ্যমটির ওয়েবসাইটেও একইদিনে একটি প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। প্রতিবেদনটিতেও উক্ত ছবির সংযুক্তি পাওয়া যায় এবং ছবির বর্ণনায় বলা হয়, ছবিটি এআই দিয়ে তৈরি।

পরবর্তীতে কাদিরাবাদ বাঁধের ডিজাইনের ছবির বিষয়ে অনুসন্ধানে গুগল ম্যাপ, ইউটিউবসহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মে কাদিরাবাদ বাঁধের একাধিক ছবি পাওয়া যায়। উল্লেখ্য, কাদিরাবাদ বাঁধটি বেশ বড় এবং বহুমুখী। এছাড়া, কাদিরাবাদ বাঁধটির ডিজাইনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির ডিজাইনের তুলনা করলেও বৈসাদৃশ্য দেখা যায়।
এছাড়াও, অনুসন্ধানে কাদিরাবাদ বাঁধে হওয়া বিস্ফোরণের একটি ভিডিও পাকিস্তানের মূলধারার গণমাধ্যম ‘ডন’ এর ইউটিউব চ্যানেলে গত ২৭ আগস্টে প্রচারিত হতে দেখা যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির পারিপার্শ্বিক অবস্থার বৈসাদৃশ্য পাওয়া যায়।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিটি মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
সুতরাং, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিকে সম্প্রতি নিয়ন্ত্রিত বিস্ফোরণে পাকিস্তানের কাদিরাবাদ বাঁধ উড়িয়ে দেওয়ার আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The Economic Times – Facebook Post
- Qadirabad Barrage – Qadirabad Barrage
- DawnNews English – Authorities Blow Up Embankment at Qadirabad Dam to Ease Flood Pressure