সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাতকড়া পরানো এক আসামিকে নিয়ে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে এক ব্যক্তি লাঠি দিয়ে আসামির মাথায় আঘাত করে। প্রচারিত এমন ভিডিওটির একটিতে দাবি করা হয়, পুলিশি হেফাজতে থাকা ওই আসামি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং যে ব্যক্তি তাকে লাঠি দিয়ে আঘাত করেছে, তিনি তার প্রতিবেশী ও তার বিরোধী দলীয় রাজনীতির সাথে যুক্ত।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পুলিশি হেফাজতে থাকা আসামির মাথায় ভিন্ন আরেক ব্যক্তির লাঠি দিয়ে আঘাত করার এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে মৌলভীবাজারের কুলাউড়ায় শিক্ষার্থী হত্যার মামলার আসামি জুনেলকে আদালতে হাজির করার ছবি বিকৃত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম দৈনিক সমকাল এবং পাতাকুঁড়ির দেশ নামের মৌলভিবাজারের একটি স্থানীয় গণমাধ্যমের ওয়েবসাইটে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর আসামি ও পুলিশ সদস্যদের ছবি সম্বলিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনগুলোতে ব্যবহৃত ছবিটি পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্য এবং গণমাধ্যমে প্রচারিত ছবি একই স্থানের।

এছাড়াও ছবিগুলোতে আসামিকে একইভাবে ধরে থাকতে দেখা যায়। পাশাপাশি প্রতিবেদনগুলো থেকে জানা যায়, উক্ত ছবিটি মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫ নম্বর আমলি আদালতে ধারণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কুলাউড়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় জুনেল মিয়া নামের এই ব্যক্তিকে আটক করা হয়। গত ১৯ জুন ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য পুলিশ জুনেলকে আদালতে হাজির করে। তবে উভয় প্রতিবেদনের কোথাও সেদিন তার ওপর কোনো হামলার ঘটনা ঘটার তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভিন্ন কোনো সূত্রেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি তার রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো তথ্যও পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটি নিয়ে রিউমর স্ক্যানার টিমের বিশ্লেষণে দেখা যায়, আলোচিত ভিডিওটির নিচের ডান কোণে ‘MINIMAX | Hailuo Ai’ নামের একটি জলছাপ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ‘Hailuo Ai’ মিনিম্যাক্স নামের একটি চাইনিজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানের একটি উন্নত এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৬ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির দৈর্ঘ্যও ৬ সেকেন্ড।
বিষয়টি আরও নিশ্চিতের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Cantilux এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৫ শতাংশ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হত্যা মামলায় গ্রেফতার বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, এবং আওয়ামী লীগ নেতার ওপর আদালত চত্বরে হামলা হয়েছে। তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা ও মারধরের মতো ঘটনাও ঘটেছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে পুলিশি হেফাজতে থাকা আসামির ওপর হামলার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Samakal Website: কুলাউড়ায় শিক্ষার্থী হত্যা: আদালতে স্বীকারোক্তি দেয়নি জুনেল
- Patakuri Website: ঘাতক জুনেলের ২দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ
- Cantilux
- Prothom Alo Youtube Channel: আদালত চত্বরেই মমতাজকে ডিম-জুতা নিক্ষেপ | Momtaz Begum in Court | News | Prothom Alo
- Rumor Scanner’s Analysis