আজ (০৬ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে “আওয়ামী লীগের দল আজ দিল্লিতে” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদনে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে।

প্রতিবেদনটি দেখুন আনন্দবাজার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আনন্দবাজারের প্রতিবেদনে প্রচারিত ছবিটি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নয় বরং উক্ত ছবিটি বাংলাদেশের প্রয়াত নায়ক রাজ্জাকের।
এ বিষয়ে অনুসন্ধানে আনন্দবাজারের প্রতিবেদনে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২১ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবির ক্যাপশন থেকে নিশ্চিত হওয়া যায়, এটি নায়ক রাজ্জাকের ছবি।

পাশাপাশি, অপর একটি দেশীয় সংবাদমাধ্যমে নায়ক রাজ্জাকের আলোচ্য ছবিটি দেখুন দৈনিক ইত্তেফাক।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আরেক জাতীয় দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি খুঁজে পাওয়া যায়।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি সম্বলিত আরো কিছু প্রতিবেদন দেখুন বাংলা ট্রিবিউন, সমকাল।
মুলত, আজ (০৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এর প্রতিবেদনে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি দাবিতে যে ছবিটি প্রচার করা হয়েছে তা কৃষিমন্ত্রী রাজ্জাকের নয়। প্রকৃতপক্ষে, বাংলাদেশের প্রয়াত নায়ক রাজ্জাকের ছবিকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি দাবিতে প্রচার করেছে পত্রিকাটি।
সুতরাং, বাংলাদেশের প্রয়াত নায়ক রাজ্জাকের ছবিকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- The Daily Star: নায়ক রাজ রাজ্জাক সাড়ে ছয় দশকের জনপ্রিয় অভিনেতা
- Ittefaq: নায়করাজ রাজ্জাক স্মরণে…
- Prothom Alo: আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছে
- যুগান্তর: একনজরে দেশের নতুন কৃষিমন্ত্রী
- Samakal: বর্তমান সরকার কৃষিকে সম্মানজনক পেশায় পরিণত করেছে: কৃষিমন্ত্রী
- বাংলা ট্রিবিউন: ইইউ’র ছয় পার্লামেন্টারিয়ানের বিবৃতি হলো বিএনপির ইউরোপিয়ান শাখার বিবৃতি