বৃহস্পতিবার, মে 22, 2025

ধর্মান্তরিত না হওয়ায় অগ্নিসংযোগ নয়, প্রচারিত এই ভিডিওটি দূর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের 

সম্প্রতি বাংলাদেশে এক হিন্দু নারী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে ও জিযিয়া কর দিতে রাজি না হওয়ায় ইসলামপন্থীরা চট্টগ্রামের পুরো হরিজন কলোনি আগুনে পুড়িয়ে দিয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রায় একই ক্যাপশনে প্রচার করা হয়েছে। ভিডিওটির শুরুতে দুইজন কান্নারত নারীকে আগুনে তাঁদের ঘরবাড়ি ও যাবতীয় সম্পদ পুড়ে যাওয়ার কথা জানান এবং ভিডিওতে আগুনের লেলিহান শিখা ও পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখানো হয়। 

উক্ত দাবিতে এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ধর্মান্তরিত হতে অস্বীকৃতি জানানোর কারণে চট্টগ্রামের হরিজন কলোনিতে ইসলামপন্থীদের অগ্নিসংযোগের নয় বরং চট্টগ্রামের একটি বস্তিতে বৈদ্যুতিক দূর্ঘটনার কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওতে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টিভির লোগো রয়েছে। 

উক্ত তথ্যের সূত্র ধরে সময় টিভির ফেসবুক পেজে গত ১৫ এপ্রিল প্রকাশিত পোস্টে ‘আগুনে সব হারিয়ে কাঁদছেন বস্তিবাসী’ ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner 

পোস্টটির ক্যাপশনের সূত্রে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ১৫ এপ্রিল ‘দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামের বস্তির আগুন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ এপ্রিল ভোরে চট্টগ্রামের সিআরবি গোয়ালপাড়ার মালিপাড়া বস্তির একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

পরবর্তীতে, একই বিষয়ে গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ১৫ এপ্রিল ‘চট্টগ্রাম সিআরবি বস্তিতে আগুনে পুড়ে গেছে ১৪ ঘর’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাকের বরাতে জানা যায়, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

সুতরাং, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনাকে চট্টগ্রামের হরিজন কলোনিতে ইসলামপন্থীদের অগ্নিসংযোগের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img