সম্প্রতি, মুসলমানদের অন্যতম ধর্মীয় পথনির্দেশক হজরত মোহাম্মদ (স:) কে নিয়ে প্রাক্তন বিজেপি নেত্রী কটূক্তি করা নিয়ে ভারতে জুড়ে ব্যাপক তোলপাড় হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে “ভারতে হরযত মুহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন ৩ জন মুসলিম। আল্লাহ জান্নাতবাসী করুন।” শীর্ষক দাবিতে তিন ব্যক্তির লাশের ছবি সম্বলিত একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুক প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতে তিন মুসলিম ব্যক্তির মৃত্যুর ঘটনাটি সম্প্রতি বিজেপি নেত্রী কর্তৃক মুসলমানদের অন্যতম ধর্মীয় পথনির্দেশক হজরত মোহাম্মদ (সঃ) কে কটূক্তির অভিযোগ এবং তার প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন সময়ের নয় বরং তিন মুসলিম ব্যক্তির মৃত্যুর সংবাদটি দুই বছর পূর্বে ভারতের বেঙ্গালুরে এক ফেসবুক পোস্টে মোহাম্মদ (সঃ) কে কটূক্তির জেরে ছড়িয়ে পড়া সহিংসতার সময়ের।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা যায়, ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘MUSLIM MIRROR’ এ ২০২০ সালের ১৩ আগস্ট “Insults of Prophet Muhammad lead to violence in India“

শিরোনামে প্রকাশিত সংবাদে সম্প্রতি ভারতে তিন মুসলিম ব্যক্তি শহীদ হয়েছেন দাবিতে ফেসবুকে প্রচারিত ছবিগুলোর হুবহু মিল রয়েছে।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি বাংলা’ এর অনলাইন সংস্করণে ২০২০ সালের ১২ আগস্ট “ভারতে ইসলামের নবী মোহাম্মদকে নিয়ে পোস্টের জেরে সহিংসতা, পুলিশের গুলিতে ৩ জনের মৃত্যু” শীর্ষক শিরোনাম প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন হতে তিন মুসলিম ব্যক্তির মৃত্যু সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়।
বিবিসির ঐ প্রতিবেদনে বলা হয়,
বেঙ্গালুরুতে নবী হজরত মোহাম্মদকে নিয়ে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করে যাকে ঘিরে বিক্ষোভ, প্রতিবাদ এবং হিংসা শুরু হয়। বিক্ষোভারীদের নিয়ন্ত্রণে আনতে এবং অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালাতে হয়। সে গুলিতেই তিন জন প্রাণ হারান। যিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন তাকে গ্রেফতার করে পুলিশ।
উক্ত ঘটনা নিয়ে দেশীয় সংবাদমাধ্যম ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ এর অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়।
এছাড়া ২০২০ সালের আগস্টে ‘দ্যা হিন্দুস্তান টাইমস’এ উক্ত ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
উক্ত ঘটনা নিয়ে ভারতের কর্ণাটকের স্থানীয় গণমাধ্যম ‘ডেকান হেরাল্ড’ এ ২০২০ সালের ১৩ আগস্ট প্রকাশিত খবরে নিহতদের নাম, ওয়াজিদ খান (১৯) ইয়াসিন পাশা (২০) শেখ সিদ্দিক (২৪) বলে উল্লেখ করা হয়েছে।
তবে ২০২০ সালে ভারতের বেঙ্গালুরে তিন মুসলিমের মৃত্যু নিয়ে ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘মুসলিম মিররে’ সেই সময়ে প্রচারিত ছবিগুলো ওই নিহত ব্যক্তিদের কিনা তা যাচাই করা সম্ভব না হলেও এটি নিশ্চিত যে উক্ত ছবিগুলো সম্প্রতি ভারতে বিজিবি নেত্রী নূপুর শর্মা কর্তৃক মুসলমানদের অন্যতম ধর্মীয় পথনির্দেশক হজরত মোহাম্মদ (সঃ) কে কটূক্তির অভিযোগ এবং এর প্রতিবাদে মুসলমানদের বিক্ষোভকালীন সময়ের নয়।
মূলত, ২০২০ সালের আগস্টে ভারতের বেঙ্গালুরে এক ফেসবুক পোস্টে মুসলমানদের অন্যতম ধর্মীয় পথনির্দেশক হজরত মোহাম্মদ (সঃ) কে কটূক্তির জেরে ছড়িয়ে বেঙ্গালুরে ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ ও সহিংসতা হয়। উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে তিন মুসলিম নিহত হন। সেসময় বিক্ষোভ দমনের পাশাপাশি অভিযুক্ত কটূক্তিকারীকেও গ্রেফতার করেছিল পুলিশ। তবে বেঙ্গালুরের ২০২০ সালের ঘটনাকে সম্প্রতি ভারতে বিজেপি নেত্রী নূপুর শর্মা কর্তৃক মোহাম্মদ (সঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে প্রতিবাদ জানাতে গিয়ে তিন মুসলিম মারা গিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি এক টেলিভিশন টকশোতে ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সরকারি মুখপাত্র নূপুর শর্মা মুসলমানদের অন্যতম ধর্মীয় পথনির্দেশক হজরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনার জেরে ভারতসহ মুসলিম বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। ইতিমধ্যে কটূক্তির অভিযোগে নূপুর শর্মাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিজেপি। মোহাম্মদ(স:) কে
কটূক্তির প্রতিবাদে গত শুক্রবার ভারতের উত্তর প্রদেশের কানপুরে বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
অর্থাৎ, ফেসবুক পোস্টে মুসলমানদের অন্যতম ধর্মীয় পথনির্দেশক হজরত মোহাম্মদ (সঃ) কে কটূক্তির অভিযোগে ভারতের বেঙ্গালুরে দুই বছর পূর্বে ঘটনা বিক্ষোভ ও সহিংসতায় পুলিশের গুলিতে তিন মুসলিম ব্যক্তির নিহত হওয়ার ঘটনাকে সম্প্রতি বিজেপি নেত্রী নূপুর শর্মা কর্তৃক মোহাম্মদ(স:) কে কটূক্তি পরবর্তী সময়ে এর প্রতিবাদে বিক্ষোভ চলাকালে তিন মুসলিমের মৃত্যু দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
১. বিবিসি বাংলা: ভারতে ইসলামের নবী মোহাম্মদকে নিয়ে পোস্টের জেরে সহিংসতা, পুলিশের গুলিতে ৩ জনের মৃত্যু
২. বিবিসি বাংলা: মহানবীকে নিয়ে মন্তব্যে আরব বিশ্বে ক্ষোভ, দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা বিজেপির
৩. বিজনেস স্ট্যান্ডার্ড: Three die in India’s Bengaluru as Facebook post sparks clashes with police
৪. হিন্দুস্তান টাইস: die after violence erupts in Bengaluru over Facebook
৫. মুসলিম মিরর: Insults of Prophet Muhammad lead to violence in India
৬. ডেকান হেরাল্ডঃ Victims weren’t part of mob: Relatives
৭. বিবিসিঃ নূপুর শর্মা: নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা কে এই ভারতীয় রাজনীতিক?
৮. বিবিসি: নূপুর শর্মা: ইসলামের নবীকে নিয়ে বিতর্কে ভারতের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক সংকটে