গতকাল ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন উত্তর আমেরিকার বাসিন্দারা। বাংলাদেশ সময় রাত ১১টার পর থেকে উত্তর আমেরিকার তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এই সূর্যগ্রহণ দেখা গেছে। এই সূর্যগ্রহণের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল এই ভিডিওটি গতকাল ৮ এপ্রিলে ঘটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের নয় বরং এটি ২০১৯ সালের ভিন্ন এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ভিডিও।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০১৯ সালের ১৯ জুলাই ‘Código Enfoque’ নামের একটি ফেসবুক পেজে হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, চিলির লা সেরেনাতে এই গ্রহণটি দেখা গেছে।
উক্ত ভিডিওটির ক্যাপশনের সূত্রে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে একই দিন বিভিন্ন ফেসবুক পেজে এই ভিডিওটি প্রচার হতে দেখা যায় (১,২,৩)।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে ২০১৯ সালের ২ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন (বাংলাদেশ সময় ৩ জুলাই) চিলির লা সেরেনা থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩৮ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ২টা ৩৮ মিনিট) একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। এই সূর্যগ্রহণ চিলি ছাড়াও দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে দেখা গিয়েছিল।
পরবর্তীতে ওপেন সোর্স অনুসন্ধানে এই সূর্যগ্রহণের সময় চিলির লা সেরেনা শহরে ধারণকৃত অসংখ্য ভিডিও (১,২,৩,৪,৫) খুঁজে পাওয়া যায়। ভিডিওগুলোতে দেখানো দৃশ্যের সাথে আলোচ্য ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।
এছাড়া ২০২০ সালের ডিসেম্বরে বার্তা সংস্থা এএফপিতে প্রকাশিত একটি ফ্যাক্ট-চেক প্রতিবেদনেও বলা হয়েছে, এই ভিডিওটি ২০১৯ সালের চিলিতে দেখতে পাওয়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণের।
মূলত, গতকাল ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন উত্তর আমেরিকার বাসিন্দারা। বাংলাদেশ সময় রাত ১১ টার পর থেকে দেখা যায়। কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সূর্যগ্রহণের দৃশ্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সূর্যগ্রহণের এই ভাইরাল ভিডিওটি ২০১৯ সালে চিলিতে দেখতে পাওয়া ভিন্ন একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের।
সুতরাং, গতকাল ৮ এপ্রিলের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis.
- Facebook post by Código Enfoque – https://www.facebook.com/watch/?v=2461424047284047
- Facebook Posts – (1,2,3,4,5,6)
- YouTube Videos – (1,2)
- AFP – El video de un astro que se oscurece es de un eclipse, no la conjunción de Júpiter y Saturno