বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্লোগানের ভিডিওর অডিও এডিট করে ছাত্রলীগের স্লোগান দাবিতে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্লোগানের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি গত ২০ নভেম্বরে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মীদের বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করে স্লোগানের দৃশ্যের। এসময় তাদেরকে শেখ হাসিনার নামে নানা স্লোগান দিতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

পাশাপাশি, আলোচিত অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যও একই ভিডিওটিকে আওয়ামী লীগের মিছিলের দাবি করে তার ফেসবুকএক্স অ্যাকাউন্টে প্রচার করেছেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ২০ নভেম্বরে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মীদের স্লোগানের কোনো দৃশ্যের নয় বরং, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিকে প্রতিহত করতে গত ৯ নভেম্বর দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নেতৃত্বে স্লোগানের দৃশ্যের, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল। উক্ত স্লোগানের অডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে মুছে দিয়ে তাতে শেখ হাসিনার পক্ষের স্লোগানের অডিও যুক্ত করা হয়।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ নভেম্বর রাত ২ টায় প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, “জনতার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। | মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।।” উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner

পাশাপাশি, উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভিডিওটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বাকের মজুমদারের নেতৃত্বে স্লোগান দেওয়া হচ্ছিল। এসময় ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, “সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগানসহ নানা স্লোগান দিতে দেখা যায়। স্লোগানটির সাথে ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তিদের মুখভঙ্গির সাথেও সাদৃশ্য পাওয়া যায়, অপরদিকে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির স্লোগানের সাথে স্লোগানরত ব্যক্তিদের মুখভঙ্গির বৈসাদৃশ্য পাওয়া যায় যা প্রমাণ করে সমন্বয়কদের স্লোগানের অডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট বা সম্পাদনা করে ভিন্ন একটি অডিও যুক্ত করা হয়েছে। তাছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ বাংলাদেশ ছাত্রলীগের হয়ে স্লোগান দেওয়ার বিষয়টিও সাংঘর্ষিক। অধিকন্তু, সমন্বয়ক আবু বাকের মজুমদারের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে ১০ নভেম্বর প্রথম প্রহরে পোস্ট করা আরো দুইটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওগুলোতে থাকা ব্যক্তি ও তাদের পোশাকের সাথেও প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।

পাশাপাশি, ৯ নভেম্বর দিবাগত রাত বা ১০ নভেম্বর প্রথম প্রহরে এমন স্লোগানের প্রেক্ষাপটের অনুসন্ধান করলে জানা যায়, গত ৮ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গত ১০ নভেম্বরে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল যার বিপরীতে আওয়ামী বিরোধী ব্যক্তিবর্গ বা ছাত্রসমাজ থেকে প্রতিবাদ দেখা গিয়েছিল। অর্থাৎ, এসবেরই প্রেক্ষাপটে ৯ নভেম্বর দিবাগত রাতে সমন্বয়ক বাকের মজুমদারের নেতৃত্বে স্লোগানটি দেওয়া হয়েছিল।

সুতরাং, প্রচারিত ভিডিওটি গত ২০ নভেম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মীদের স্লোগানের দৃশ্যের শীর্ষক দাবিটি মিথ্যা এবং ভিডিওতে সংযুক্ত অডিওটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img