বিগত কয়েকবছর ধরে ফেসবুক এবং বিভিন্ন দেশী ভুঁইফোড় পোর্টালে ফাঁসির মঞ্চে হাস্যজ্জোল এক যুবকের ছবি ভাইরাল হতে দেখা যায়। সেখানে দাবী করা হয় হামজা বেনদেলাজ, যিনি ২১৭ টি ব্যাংক থেকে ৪০ কোটি ডলার হ্যাক করেন এবং আফ্রিকা ও ফিলিস্তিনে অনাহারে অর্ধাহারে মরে যাওয়ার উপক্রম মানুষদের মাঝে বিলিয়ে দেন! আদালতে তাঁর ফাঁসির রায় হলে অবশেষে হাসি মুখে ফাঁসিতে ঝুলে পড়েন! আদালতে তার বক্তব্য পরিস্কার ছিল-“আমি কোন পাপ করিনি, গরিবের পেট চাঁপা দিয়ে সমাজের দুর্নীতিবাজরা যে পয়সা ব্যাংক এ জমা রেখেছিল আমি তা গরিবের পেঠেই পৌঁছালাম, এটি আমার অপরাধ?
স্যালুট হামজা বেনদেলাজ।
এমন একটি ভাইরাল ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে৷
ফ্যাক্ট চেক
হ্যাকার হামজা বেনদেলাজের বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক থেকে হ্যাকিং এর মাধ্যমে চুরি করা অর্থ বিভিন্ন সংস্থায় দান করার ঘটনা সত্য। তবে মার্কিন আদালত তাকে ফাসির আদেশ দেননি বরং ১৫ বছরের কারাদণ্ড এবং তত্ত্বাবধানে মুক্তির তিন বছরের কারাদন্ডে দন্ডিত হয়েছে।
এই সম্পর্কিত আল জাজিরার প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে৷
ভাইরাল হওয়া ফাসির ছবিটি আমরা রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই ব্যবহৃত ছবির যুবকের নাম Majid Kavousifar তিনি একজন ইরানি নাগরিক।
Majid Kavousifa এবং তার ভাতিজা Hossein Kavoosifar মিলে ২০০৫ সালে একজন বিচারককে হত্যা করেছিলেন। এই অপরাধে ২০০৭ সালের ২ আগস্ট তেহরানের রাজপথে প্রকাশ্যে তাদের ফাঁসি কার্যকর করা হয়। তাদের নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে৷
অর্থাৎ, ফেসবুক পোস্ট ও পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি গুজব এবং তথ্যটি বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: দরিদ্রদের মাঝে টাকা বিলিয়ে হাসি মুখে ফাসিতে ঝুলেছেন হ্যাকার হামজা বেনদেলাজ
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]