যা ভাইরাল হয়েছে
আসল তথ্য
“পিকআপে হর্ণ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ড্রাইভার এবং হেল্পারকে পুকুরে ফেলে মারধর ব্রাহ্মণবাড়িয়াবাসীর” এই শিরোনামে গতকাল ভাইরাল হয় ভিডিওটি। তবে ভিডিওটিতে ঘটনাটি গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছে বলে দাবী করা হলেও তা সম্পূর্ণ অসত্য এবং গুজব।ভাইরাল ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলে গতবছর “গ্রামের ছেলে-মেয়েদের তুমুল মারামারি” শিরোনামে প্রথম প্রকাশিত হয়।পাশাপাশি, বর্তমানে ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার বলে দাবী করা হলেও এই বিষয়ে সত্যতা নিশ্চিত করা যায়নি এখনো। অর্থাৎ ভিডিওটি গতকালের নয় এবং ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল এই ঘটনা ঘটেছে বলে দাবীটি সম্পূর্ণ গুজব।গতবছরের প্রকাশিত ইউটিউব ভিডিও দেখুন