একটি ফেইসবুক পেজ থেকে প্রচারিত লাইভে দেখা যায়, ক্রিকেটার সাকিব আল হাসান করোনায় সচেতনতা বিষয়ক কথা বলছেন এবং লাইভের শিরোনামে লেখা “আমি করোনো ভাইরাসটির প্রভাবকে লোকদের সাহায্য করব … “অর্থ” লেখার জন্য প্রথম 1,000 জন, আমি 20k ডলার পাঠাব। নিম্নলিখিত উদাহরণটি দেখুন: {টাকা}”। সাকিবের ভিডিও দেখে অনেকেই না বুঝে কমেন্ট ও শেয়ার করে লাইভটি ভাইরাল করছেন। ফেসবুক লাইভটি দেখুন এখানে
ফ্যাক্ট চেক:
অনুসন্ধান করে দেখা যায় সাকিব আল হাসান মার্চের ২১ তারিখ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করোনা নিয়ে সচেতনতামূলক একটি ভিডিও প্রকাশ করেন যেখানে কোন প্রকার অর্থ প্রদানের কথা তিনি উল্লেখ করেননি। সাকিব আল হাসানের অফিশিয়াল মূল ভিডিওটি দেখুন এখানে।

আজ তার এই ভিডিওটি সদ্য চালু করা একটি পেইজে আপলোড করে ভুয়া ক্যাপশনের দ্বারা লাইভ ব্রডকাস্ট করা হচ্ছে।
অর্থাৎ লাইভে কমেন্টকারীদের সাকিবের টাকা পাঠানোর বিষয়টি সম্পূর্ণ গুজব এবং বানোয়াট।
[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: প্রথম ১ হাজার কমেন্টকারীকে ২০ হাজার ডলার দিবেন সাকিব আল হাসান
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]