“একজন সৎ পুলিশের পদত্যাগ” শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ছবি গতকাল রাত হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ সংস্করণ দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় গত ১০ জুলাই ২০১৯ ‘দৈনিক কালের কণ্ঠ’ হতে “পরনে পুলিশের পোশাক, হাতে ওয়াকিটকি, ডাকাতিই ছিল তাদের কাজ” শীর্ষক শিরোনামে গ্রেফতার অভিযানে উদ্ধারকৃত পুলিশের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও একটি সিগন্যাল লাইটের ছবিসহ একটি সংবাদ প্রকাশিত হয়, দেখুন এখানে।
মূলত ‘দৈনিক কালের কণ্ঠ’ সহ সেসময়ে এই ইস্যু নিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত ওই ছবিকে ব্যবহার করে “একজন সৎ পুলিশের পদত্যাগ” শিরোনামে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ হতে কোন সদস্য পদত্যাগ করেননি বলে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ হতে টিম রিউমর স্ক্যানার টিম নিশ্চিত হয়েছে।
সুতরাং, “একজন সৎ পুলিশের পদত্যাগ” শীর্ষক শিরোনামে প্রকাশিত তথ্যটি সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: হেফাজতের আন্দোলনকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের পদত্যাগ
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]