“এই সেই পতিতা যে নুরের নামে ধর্ষণ মামলা করেছে ” এই শিরোনামে গতকাল ফেসবুকের কিছু গ্রুপ ও পেজে এই ছবিটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া কিছু গ্রুপ এবং পেজের আর্কাইভ করা পোস্ট দেখুন এখানে
ভাইরাল হওয়া ছবির তরুণীর সাথে এই ঘটনার কোন সম্পর্কও নেই।
ফ্যাক্ট চেকঃ
অনুসন্ধান করে দেখা যায় ভাইরাল হওয়া ছবির তরুণী নুজহাত ফারিয়া রোকসানা ইডেন মহিলা কলেজের গনিত বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ‘রিউমর স্ক্যানার’ টিম ভুক্তভোগী তরুণীর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে।
অন্যদিকে, নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতা করার অভিযোগ করা তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অতএব, ইডেন ছাত্রী নুজহাত ফারিয়া রোকসানার ছবি ব্যবহার করে নুরের বিরুদ্ধে ধর্ষণ সহযোগী হিসেবে প্রচারকৃত তথ্যটি সম্পূর্ণ গুজব ও বানোয়াট।
[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: এই সেই নারী যে নুরের বিরুদ্ধে ধর্ষনের মামলা করেছে
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]