দাফনের পূর্বে কেঁদে ওঠা শিশুর ভুল ছবি প্রচার

গতকাল হতে ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ ও পেইজের মাধ্যমে “ঢাকা মেডিকেল থেকে মৃত ঘোষণা করা নবজাতক যে দাফনের সময় কেঁদে ওঠে” তথ্য একটি শিশুর ছবি সহকারে ভাইরাল করা হচ্ছে। এমন একটি ভাইরাল হওয়া ফেসবুক পোস্ট দেখুন এখানে৷

ভাইরাল হওয়া কিছু পোস্ট। আর্কাইভ ১, আর্কাইভ ২, আর্কাইভ ৩ 

ফ্যাক্টচেক

শিশুটির ছবি আমরা রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই, গত বছরের ১৯ এপ্রিল ‘Ashish Biswas’ নামক ফেসবুক আইডি হতে এই ছবিটি প্রথম ফেসবুকে পোস্ট করা হয়, যিনি শিশুটির একজন নিকটাত্মীয়।

আশিষ বিশ্বাসের করা আসল পোস্ট

আশিষ বিশ্বাসের করা পোস্টটি দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে। এছাড়া রিউমর স্ক্যানার টিমের প্রতিনিধি ভাইরাল হওয়া ছবির শিশুর পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি শিশুকে মৃত ঘোষণা করে কিন্তু পরবর্তীতে ঐ নবজাতক দাফনের সময় কেঁদে ওঠে। আর এই খবরটি গণমাধ্যমে আসার পর থেকে অপর একজন শিশু ছবির ব্যবহার করে তথ্যটি ভাইরাল হতে থাকে।

অর্থাৎ, ভাইরাল হওয়া ছবির শিশুটি গত ১৭ অক্টোবর ঢামেকে মৃত ঘোষণার পর দাফনের পূর্বে জীবিত হওয়া শিশু নয়। দাফনের সময় কেঁদে ওঠা শিশুর ঘটনা সত্য হলেও ব্যবহৃত ছবিটি সঠিক নয়।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: এই সেই শিশু যাকে মৃত ঘোষণার পর দাফনের সময় কেঁদে উঠে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img