গুজব: হাসিয়ে আলোচিত ইরানের সেই মেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত

False News

Valid News

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু পেজ থেকে একটি অসুস্থ শিশুর ভিডিও ভাইরাল করে যেখানে হাসি দিয়ে আলোচিত ইরাকের মেয়ে Anahita Hasheminejad করোনা ভাইরাস (nCovid-19) আক্রান্ত। এই তথ্যটি সম্পুর্ণ গুজব এবং ভিত্তিহীন। তার অফিশিয়াল ইন্সটাগ্রাম একাউন্ট থেকে জানা যায় সে সুস্থ আছে এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এবং অসুস্থ হওয়া সেই মেয়েটি তার সঙ্গে চেহারার মিল থাকলেও সেটি আনাহিতা নয়। Anahita Hasheminejad এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

মেয়েটির ইনস্টাগ্রাম লিংক: anahita hasheminejad

আরও পড়ুন

spot_img