Flase News
Valid News
চিত্রনায়ক মারুফ ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত। এটি একটি গুজব। শনিবার সন্ধায় দেশের সময়টিভি সহ মূলধারার আরো কিছু সংবাদ মাধ্যমে পাবলিশড হয় এই সংবাদটি।
তবে তার কিছুক্ষণ পরেই প্রথম আলো সহ আরো কিছু সংবাদ মাধ্যমে আরেকটি নিউজ ভাইরাল হয় যে মারুফ ও তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন। এই বিষয়ে আমরা শিল্পি সমিতির সাথে কথা বলে জানতে পারি যে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করেই আক্রান্ত হওয়ার প্রতিবেদনটি প্রকাশিত হয়। চিত্রনায়ক মারুফ এবং তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ আছে বলে মারুফ নিজেই নিশ্চিত করেছেন।