” ইংল্যান্ডে গণস্বাস্থ্যের তৈরিকৃত ১০০০ কিট টেস্ট করে মোট ৯৯০টি সফল হয়েছে এবং সমগ্র ইউরোপে অনুমোদন পেয়েছে ” এই মর্মে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই বিষয়টি ।
তবে উপরোক্ত দাবীটি সম্পূর্ণ গুজব ।
ইংল্যান্ডে গনস্বাস্থ্যের কোনো কিটের টেষ্ট হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে ডাঃ জাফরুল্লাহ গনমাধ্যমগুলোকে নিশ্চিত করেন দাবীটি মিথ্যা এবং এখন পর্যন্ত কোনো কিট অন্য কোনো দেশকে দেয়া হয়নি ।
অর্থাৎ ফেসবুকে ভাইরাল হওয়া এই দাবীটি সম্পূর্ণ অসত্য এবং গুজব ।