অবরোধে বাসে আগুন দেওয়ায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পুরস্কার দেওয়ার ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, ‘অবরোধে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক ঢাকায় ৬৪ বাসে আগুন দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ডিএমপির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে’ শীর্ষক দাবিতে একটি ফটোকার্ড সম্বলিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বাসে আগুন

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং  এখানে (আর্কাইভ)।

এবিষয়ে প্রচারিত পোস্টটিতে বলা হয়েছে, “সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন অবরোধে ঢাকায় ৬৪ বসে আগুন ধরিয়ে দেয় যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। বাসে আগুন দেয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পুরস্কার দেওয়া হয় এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া সেন্টার”

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকায় ৬৪ বাসে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়ে ডিএমপির পক্ষ থেকে যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কথা বলা হয়নি এবং বাসে আগুন দেওয়ার ঘটনায় ডিএমপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পুরস্কার দেওয়ার দাবিটিও সঠিক নয়। প্রকৃতপক্ষে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির পক্ষ থেকে আসামি গ্রেফতারে সাহায্যকারী এক সাধারণ মানুষকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’র ভেরিফাইড ফেসবুক পেজে গত ১০ নভেম্বর ‘হরতাল-অবরোধে ঢাকায় ৬৪ বাসে আগুন-ভাঙচুর, ১ জন পেলেন পুরস্কার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ফটোকার্ড সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Somoy TV Facebook

এই পোস্টের বিস্তারিত বিবরণীতে কোথাও  যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক বাসে আগুন দেওয়া কিংবা উক্ত ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পুরস্কার দেওয়ার বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে সময়টিভি’র ওয়েবসাইটে গত ১০ নভেম্বর একই শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Somoy TV 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেয়ার সময় দুজন, গোপন তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার এবং আগুন-সন্ত্রাসীদের ধরিয়ে দেয়ায় পুরস্কার প্রদানের বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে গত ১০ নভেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার  ড. খ. মহিদ উদ্দিন জানান, ‘যানবাহনে আগুন দেয়ার সময় ধরিয়ে দেয়ায় পূর্বঘোষণা অনুযায়ী একজনকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। বলেন, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেয়ার সময় দুজন ও তাদের দেয়া তথ্যে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ অক্টোবরের পর থেকে রাজধানীর ১২টি স্থানে যানবাহনে আগুন দেয়ার সময় ১২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এক আসামি গ্রেফতারে সাধারণ মানুষ পুলিশকে সাহায্য করেছে। ডিএমপির পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়েছে।’

উক্ত প্রতিবেদনে কোথাও বাসে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়ে ডিএমপির পক্ষ থেকে যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কথা বলা হয়নি। তাছাড়া সেখানে পুরস্কার পাওয়া ব্যক্তি হিসেবে স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতার কথা বলা হয়নি বরং আসামি গ্রেফতারে সাহায্যকারী এক সাধারণ মানুষকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে।

অর্থাৎ, আলোচিত পোস্টটিতে উল্লেখিত “সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন অবরোধে ঢাকায় ৬৪ বসে আগুন ধরিয়ে দেয় যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। বাসে আগুন দেয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পুরস্কার দেওয়া হয় এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া সেন্টার” শীর্ষক তথ্যটির সাথে এসম্পর্কিত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে উক্ত তথ্যগুলোর সত্যতা পাওয়া যায়নি।

পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রেও উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি।

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, অবরোধে ঢাকায় ৬৪ বাসে যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আগুন দেওয়া এবং উক্ত ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ডিএমপির পক্ষ থেকে পুরস্কার দেওয়ার তথ্যটি সঠিক নয় এবং ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির পক্ষ থেকে এমন কোনো তথ্য জানানো হয়নি।

মূলত, গত ১০ নভেম্বর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন অবরোধে ঢাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার এবং আসামি গ্রেফতারে সাহায্যকারী ব্যক্তিদের একজন ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। এরপর বিষয়টি নিয়ে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভি তাদের ফেসবুক পেজে ‘হরতাল-অবরোধে ঢাকায় ৬৪ বাসে আগুন-ভাঙচুর, ১ জন পেলেন পুরস্কার’ শীর্ষক শিরোনামে এসম্পর্কিত একটি ফটোকার্ড এবং ওয়েবসাইটে একই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সময় টিভি’র উক্ত ফটোকার্ডটি প্রচার করে তাতে বাসে আগুন দেওয়ার ঘটনার ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কথা উল্লেখ করে এঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ডিএমপির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে দাবিতে প্রচার করা হয়।

উল্লেখ্য, পূর্বেও আবরোধে বাসে আগুন দেওয়ার ঘটনায় ভুয়া তথ্য শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, অবরোধে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক ঢাকায় ৬৪ বাসে আগুন দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ডিএমপির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img