বৃহস্পতিবার, মে 22, 2025

গুজবঃ থানকুনি পাতা খেলে করোনা হবেনা

করোনা ভাইরাস (nCovid-19) নিয়ে বাংলাদেশে শুরু হয়েছে নতুন একটি গুজব, যা থানকুনি পাতা বা Pennywort (Centella asiatica বৈজ্ঞানিক নাম) বিসমিল্লাহ বলে তিনবার চিবিয়ে খেলে করোনা ভাইরাস সেরে যাবে।

গুজবের উৎস কোথায়?

এই গুজবটি ছড়িয়েছে মূলত বাংলাদেশের বরিশাল এবং পটুয়াখালী জেলা থেকে। একজন হুজুর স্বপ্নে দেখেছেন এবং আতংকিত গ্রাম বাসীর মাঝে ছড়িয়ে দিয়েছেন।

এটি কতটুকু সত্য?

এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।

আরও পড়ুন

spot_img