সুপারশপে চুরির দায়ে ভারতীয় নারী আটকের সংবাদে পুরোনো ও ভিন্ন ঘটনার ছবি প্রচার

সম্প্রতি এক ভারতীয় নারীকে যুক্তরাষ্ট্রের ‘Target’  সুপার মার্কেট থেকে পণ্য চুরি করার অভিযোগে যুক্তরাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছে দাবিতে ভাইরাল একটি ভিডিওর ভিত্তিতে ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে। এরই প্রেক্ষিতে ‘যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়ে চুরি করে ধরা খেলেন ভারতীয় তরুণী’ শিরোনামে একাধিক ছবি যুক্ত করে মূলধারার গণমাধ্যম জনকণ্ঠ একটি ফটোকার্ড ও সংবাদ প্রতিবেদন প্রচার করে৷

উক্ত দাবিতে প্রচারিত সংবাদ প্রতিবেদন দেখুন জনকণ্ঠ। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জনকন্ঠের ফটোকার্ড ও প্রতিবেদনে যুক্ত ছবিগুলো সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সুপারশপে চুরির অভিযোগে ভারতীয় নারীকে গ্রেফতারের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, মেক্সিকোর একটি শপলিফটিং এবং যুক্তরাষ্ট্রে চুরির অভিযোগে এক ভারতীয় নারীকে গ্রেফতারের পুরোনো ঘটনার ছবিকে সাম্প্রতিক উক্ত ঘটনার ছবি দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ছবিগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ছবি যাচাই- ১:

এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে মেক্সিকোর গণমাধ্যম Zócalo এর ইউটিউব চ্যানেলে গত ০১ মে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner 

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, একজন নারী অন্তঃসত্ত্বা হওয়ার ভান করে একটি দোকান থেকে জিনিসপত্র চুরি করার অভিযোগে গ্রেফতার হয়। ভিডিওটির বিবরণীতে বলা হয়, ভিডিওতে থাকা ওই নারী মেক্সিকোর কোয়াহুইলার সালটিলোতে অবস্থিত প্লাজা প্যাটিওর ভেতরে অবস্থিত কপেল স্টোর থেকে জিনিসপত্র চুরি করার চেষ্টা করে। তিনি তার পোশাকের নিচে বেশ কিছু জিনিস লুকিয়ে রেখে গর্ভবতী হওয়ার ভান করে।

এ বিষয়ে আরেক মেক্সিকান গণমাধ্যম Excelsior এর ওয়েবসাইটে গত ০২ মে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই চিত্র ও তথ্য পাওয়া যায়। আরও জানা যায়, এই ঘটনাটি মেক্সিকোতে গত ২৯ এপ্রিল  ঘটেছে। 

অর্থাৎ, প্রথম ছবির ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় এবং ঘটনাটি মেক্সিকোতে ঘটেছে। 

ছবি যাচাই- ২:

এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে গত ১৭ জুলাই একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটির মিল রয়েছে৷ 

Comparison: Rumor Scanner

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের সুপারশপ চেইন ‘টার্গেট’ এর একটি দোকান থেকে গত ০১ মে প্রায় ১,৩০০ ডলার মূল্যের জিনিসপত্র চুরি করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছে ভারতীয় নারী পর্যটক । ভাইরাল হওয়া একটি পুলিশ বডিক্যাম ভিডিওতে দেখা যায় যে দোকান থেকে বেরিয়ে আসার পর তিনি টাকা দেওয়ার জন্য অনুরোধ করছেন, কিন্তু কর্মকর্তারা গুরুতর অপরাধের অভিযোগ তুলে তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে।  

এ বিষয়ে আরেক ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গত ১৮ জুলাই প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। আরও জানা যায়, উক্ত ঘটনায় অভিযুক্ত নারীর নাম জিমিসা আভলানি। 

অর্থাৎ, দ্বিতীয় ছবির ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। 

তাছাড়া, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ‘Target’ সুপার মার্কেট থেকে পণ্য চুরি করার অভিযোগে যুক্তরাষ্ট্র পুলিশ কর্তৃক গ্রেফতার নারী এবং জনকন্ঠের সংবাদে প্রচারিত ছবির নারীরা ভিন্ন ব্যক্তি বলে প্রতীয়মান হয়েছে। 

Comparison: Rumor Scanner

সুতরাং, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সুপারশপে চুরির অভিযোগে ভারতীয় নারী গ্রেফতার বিষয়ক জনকণ্ঠের সংবাদে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img