মনোনয়ন ঘিরে সহিংসতার ঘটনায় মেহেরপুরের ৪ বিএনপি নেতাকে বহিষ্কারের গুজব

গত ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তালিকা থেকে জানা যায়, মেহেরপুর-২ আসনে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু উক্ত আসনে দলের জেলা কমিটির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এতে করে গত ৪ নভেম্বর মনোনীত এবং বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এঘটনায় জাবেদ মাসুদ মিল্টনসহ মেহেরপুর জেলা বিএনপির চার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে দাবিতে মূলধারার গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনগুলো থেকে জানা যায় বহিষ্কৃততরা হলেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, দলের গাংনী উপজেলা শাখার সভাপতি আফাজ উদ্দিন কালু, মেহেরপুর জেলা যুব দলের সাধারণ সম্পাদক কাউসার আলী, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা। ঘটনার দিন রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম তাদের বহিষ্কারের কথা জানান বলেও প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়। 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন বিডিনিউজ২৪ এবং এখন টিভি

ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মেহেরপুর জেলা বিএনপির চার নেতাকর্মীকে বহিষ্কার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, উক্ত দাবিতে প্রচারিত প্রতিবেদনগুলো যে সংবাদ বিজ্ঞপ্তির বরাতে করা হয়েছে সেটি মূলত একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি।  

এ বিষয়ে অনুসন্ধানে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ৪ নভেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ফেসবুক পেজ ও মিডিয়া সেলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।

তবে, ৪ নভেম্বর বিএনপির ফেসবুক পেজমিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত পৃথক দুটি পোস্টে একটি প্রেস বিজ্ঞপ্তি সংযুক্ত করা হয়। 

Screenshot: Facebook 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর যুক্ত উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে কথিত বহিষ্কারাদেশের প্রেস বিজ্ঞপ্তির ছবি যুক্ত করে বলা হয়, “কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে ৪ নভেম্বর ২০২৫ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি তার স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া এবং এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়।”

অর্থাৎ, মেহেরপুর জেলা বিএনপির চার নেতাকর্মীকে বহিষ্কারের দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো যে সংবাদ বিজ্ঞপ্তির বরাতে করা হয়েছে সেটি ভুয়া ও বানোয়াট।

উল্লেখ্য, মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনে জনাব কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হলেও পরবর্তীতে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়।

সুতরাং, বিএনপির সকল পর্যায়ের পদ থেকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনসহ চার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Bangladesh Nationalist Party-BNP Facebook Post 
  • BNP Media Cell  Facebook Post

আরও পড়ুন

spot_img