আনসার ক্যাম্পে হামলা দাবিতে আনসার সদস্যদের প্রশিক্ষণ ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘আনসার ক্যাম্পে ভয়াবহ হামলা,, এনসিপি ও সমন্বয়ক সম্মিলিতভাবে হামলা চালায় আনসার বাহিনীর উপর।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে কোনো আনসার ক্যাম্পে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সমন্বয়কদের দ্বারা হামলার ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, আগামী জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা প্রতিহতের বিষয়ে আনসার সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পেজে ৩ নভেম্বর ‘২০২৬ সালের নির্বাচন উপলক্ষ্যে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হলো আনসার সদস্যদের’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (চতুর্থ ধাপ) সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ৪৫ হাজারের বেশি আনসার-ভিডিপির সদস্যরা মোতায়েন থাকবেন। আগের নির্বাচনে আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েন মোটেও সুখকর ছিল না। আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েনের ব্যাপারে বিভিন্ন ভ্রান্তি রয়েছে। সেই ধারণাকে মাথায় রেখে নতুন বাংলাদেশের যাত্রার শুরু থেকেই জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে আনসার-ভিডিপির সদস্যদের নতুন করে সদস্য সংগ্রহ, তালিকাভুক্তি, নতুন দায়িত্বরতদের তালিকাভুক্তি এবং এসংক্রান্ত বিধিমালা সংশোধন করা এবং নির্বাচন কমিশনের ম্যান্ডেট মাথায় রেখে সুসংগঠিত করেছি।’

অর্থাৎ, ভিডিওটি আনসার সদস্যদের ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা প্রতিহত করার প্রশিক্ষণ ভিডিও।

সুতরাং, আনসার সদস্যদের আগামী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা প্রতিহতের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ভিডিওকে এনসিপি ও সমন্বয়কদের আনসার ক্যাম্পে হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img