আ.লীগপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের পুরোনো কর্মসূচির ভিডিও প্রচার

সম্প্রতি, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার, পুলিশি হেফাজতে নির্যাতন এবং আদালতে বিচারপতিদের বিতর্কিত ফরমায়েশি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আওয়ামীপন্থী আইনজীবীরা বিশাল বিক্ষোভ মিছিল’ করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

একই টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের আওয়ামীপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিল করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীদের দুটি ভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় ভিডিওটির শুরুতে যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনের সংবাদপাঠিকার ফুটেজ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচির একাধিক ফুটেজও ভিডিওটিতে দেখানো হয়। তাই অনুসন্ধানে প্রতিটি ভিডিও আলাদাভাবে যাচাই করে দেখে রিউমর স্ক্যানার টিম।

ভিডিও যাচাই ১

আলোচিত ভিডিওটির শুরুতে দেখতে পাওয়া যমুনা টেলিভিশনের সংবাদপাঠিকার ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে ২০২৩ সালের ১৫ অক্টোবর যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner 

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সংবাদপাঠিকার ফুটেজ ও আইনজীবীদের বিক্ষোভের বেশকিছু ফুটেজের সাথে প্রাপ্ত ভিডিওর ফুটেজের হুবহু মিল রয়েছে। তবে আলোচিত ভিডিওতে দেখা আইনজীবীদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার দৃশ্য ও বিক্ষোভ মিছিলের একটি অংশ ওই প্রতিবেদনে পাওয়া যায়নি। প্রতিবেদনটি থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা ‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, পরোয়ানা ছাড়া গ্রেফতারের’ প্রতিবাদে পদযাত্রা করেন। প্রতিবেদনে দেখতে পাওয়া ভিডিও ফুটেজগুলো আইনজীবীদের সেই পদযাত্রা কর্মসূচির।

ভিডিও যাচাই ২

আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া আইনজীবীদের বিক্ষোভ মিছিলের আরেকটি ফুটেজের বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে VOICE OF KALURGHAT নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটির সাথে আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচির একটি ফুটেজের সাথে হুবহু মিল পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম ও বিস্তারিত বিবরণীতে উল্লেখ করা হয়, ভিডিওটি সেবছরের ২ নভেম্বর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ধারণ করা। সেদিন সুপ্রিমকোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা ততকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে দেশব্যাপী চলমান সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেন। অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বিএনপি দেশব্যাপী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ডাক দেয়। 

ভিডিও যাচাই ৩

আলোচিত ভিডিওতে সর্বশেষে দেখতে পাওয়া আইনজীবীদের গণমাধ্যমের সাথে কথা বলার ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম দৈনিক  ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৫ অক্টোবর প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি ভিডিও যাচাই ১-এ উল্লেখিত সুপ্রিম কোর্টের আইনজীবীদের একই কর্মসূচির দৃশ্য।

অর্থাৎ, সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীদের দুটি পৃথক কর্মসূচির ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীদের পুরোনো কর্মসূচির ভিডিওকে আওয়ামীপন্থী আইনজীবীদের সাম্প্রতিক সময়ে বিশাল বিক্ষোভ মিছিল করার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img