সম্প্রতি, আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে জয়কে ‘এখন থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিব আমি ও পুতুল। মা আর রাজনীতিতে থাকবেন না। এই দলটাকে আমি নতুন করে সাজাবো। যেসকল হাইব্রিড নেতার কারণে এই দলের ক্ষতি হয়েছে তাদেরকে আর রাখবো না’ বলতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জয়ের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এই ভিডিওর বিষয়ে কোনো তথ্য মেলেনি।
পরবর্তীতে প্রচারিত ভিডিওটির রিভার্স সার্চ করে ‘সজীব ওয়াজেদ জয়’ এর ফেসবুক পেজে ২০২৪ সালের ৭ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে সজীব ওয়াজেদ সাধারণ মানুষ, আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মী ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাসহ নানা বিষয়ে কথা বলেন। ভিডিওটিতে প্রদর্শিত সজীব ওয়াজেদ ও তার পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত সজীব ওয়াজেদের দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। তবে ভিডিওটিতে সজীব ওয়াজেদকে আলোচিত দাবিতে প্রচারিত কথাগুলো বলতে শোনা যায়নি।

এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে সজীব ওয়াজেদের বক্তব্য, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক অবস্থায় খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিওকে আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে জয়ের বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Sajeeb Wazed Joy – Facebook Post
- DeepFake-o-meter: AVSRDD (2025)





