দীর্ঘ ৩৫ বছর পর গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, চাকসু নির্বাচনে শিবিরের এক কর্মী বোরকা পরে মেয়ে সেজে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চাকসু নির্বাচনের নয়। প্রকৃতপক্ষে, গত ২৩ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে শালবাগান পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় বোরকা পরিহিত অবস্থায় একজন রোহিঙ্গা শরনার্থী যুবককে আটক করা হয়। ওই ঘটনার ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে গত ২৪ জুলাই প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, “বোরকা পরে অভিনব কৌশলে ক্যাম্পে ঢোকার সময় চেকপোস্টে রোহিঙ্গা যুবক আটক।” যমুনা টেলিভিশনের প্রকাশিত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মধ্যে সাদৃশ্য রয়েছে।

এ বিষয়ে আরও অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম ঢাকা মেইলে ২৪ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২৩ জুলাই সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফে শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে বোরকা পরিহিত অবস্থায় রশিদ আহমদ (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। তিনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আহমদের ছেলে। পুলিশ ধারণা করছে, রশিদ নারী সেজে বোরকা ও মোজা পরে ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিলেন, যার উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়া এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া।
এছাড়া, মূলধারার কোনো গণমাধ্যমে চাকসু নির্বাচনে বোরকা পরে নারী সেজে শিবির কর্মীর জাল ভোট দেওয়ার ঘটনা সম্পর্কিত কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।
সুতরাং, তিন মাস আগের কক্সবাজারের ঘটনাকে চাকসু নির্বাচনে শিবির কর্মীর জাল ভোট দেওয়ার দাবিতে প্রচার করা হয়েছে ; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna Television – Facebook Video
- Dhaka Mail – বোরকা পরে নারী সেজে পালানোর চেষ্টায় রোহিঙ্গা যুবক আটক





