বিএনপিকে ভোট দেওয়া প্রসঙ্গে নুরের মন্তব্য দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ছবি সংযুক্ত করে ‘আগামী নির্বাচনে যারা বি’এনপিকে ভোট দেবেন, তারা ১৮ কোটি মানুষের ক্ষ’তির জন্য দায়ী থাকবেন’ শিরোনামে দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

অর্থাৎ, দাবি প্রচার করা হয়েছে, নুরুল হক নুর বলেছেন, ‘আগামী নির্বাচনে যারা বি’এনপিকে ভোট দেবেন, তারা ১৮ কোটি মানুষের ক্ষ’তির জন্য দায়ী থাকবেন’।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আগামী নির্বাচনে যারা বি’এনপিকে ভোট দেবেন, তারা ১৮ কোটি মানুষের ক্ষ’তির জন্য দায়ী থাকবেন’ শীর্ষক মন্তব্য করেননি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ২১ অক্টোবর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির বাক্যে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।

Comparison: Rumor Scanner

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উক্ত মন্তব্য সম্বলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

এছাড়া, নুরুল হক নুরের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো পোস্টের সন্ধান মেলেনি।

সুতরাং, নুরুল হক নুরকে উদ্ধৃত করে ‘আগামী নির্বাচনে যারা বি’এনপিকে ভোট দেবেন, তারা ১৮ কোটি মানুষের ক্ষ’তির জন্য দায়ী থাকবেন’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img