সম্প্রতি, ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে লাইভে এসে বক্তব্য প্রদান করছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও সরাসরি সম্প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে তাকে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে বক্তব্য প্রদান করতে শোনা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার লাইভে এসে বক্তব্য প্রদানের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন রাজধানীর রামপুরায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদানের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি যে ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়েছে সেই পেজটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। কারণ ভারতে আশ্রিত শেখ হাসিনা যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন তাহলে সেটি গুরুত্বপূর্ণ কোনো মাধ্যমেই সরাসরি সম্প্রচারিত হওয়ার কথা। কিন্তু Sanvi naki? নামের উক্ত পেজটি পর্যালোচনা করে, এটি কোনো নির্ভরযোগ্য মাধ্যম বলে প্রতিয়মাণ হয়নি। পেজটি গত ২৪ ফেব্রুয়ারি Taspiya Chowdhury নামে তৈরি করা হয়। গত ১ মার্চ পেজটির নাম পরিবর্তন করে তানিয়া আক্তার করা হয়। এরপর গত ১২ আগস্ট পেজটির নাম Sanvi naki?-রে পরিবর্তন করা হয়। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, পেজটি কোনো নির্ভরযোগ্য মাধ্যম নয়।

এছাড়াও পেজটি পর্যালোচনা করে দেখা যায়, শেখ হাসিনার বক্তব্য প্রদানের আলোচিত ভিডিওটি গত ১১ তারিখে পেজটিতে প্রথম সরাসরি সম্প্রচার করা হয়। এরপরও বেশ কয়েকবার ভিডিওটি পেজটিতে সরাসরি সম্প্রচার করা হয়। প্রতিটি পোস্টেই দাবি করা হয় ভিডিওটি ভারতে আশ্রিত শেখ হাসিনার সেই মুহুর্তে লাইভে এসে বক্তব্য প্রদানের ভিডিও। এছাড়াও লক্ষ্য করা যায়, একই ভিডিও অংশ বারবার পুনরাবৃত্তি করে সরাসরি সম্প্রচারিত ভিডিওগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন সময় পেজটিতে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
পাশাপাশি অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার লাইভে এসে বক্তব্য প্রদানের কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৬ জুলাই প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, ওই প্রতিবেদনে শেখ হাসিনার বক্তব্য প্রদানের ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত শেখ হাসিনার বক্তব্য প্রদানের ভিডিওর মিল রয়েছে। উভয় ভিডিওতেই তাকে একই স্থানে একই শাড়িতে বক্তব্য প্রদান করতে দেখা যায়। এছাড়াও বক্তব্যের মাঝেও মিল লক্ষ্য করা যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, এটি গতবছর কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর রামপুরায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন শেষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদানের ভিডিও।
সেসময় গণমাধ্যমে তার বিটিভি ভবন পরিদর্শনের ছবিও প্রচার করা হয়। অনলাইন গণমাধ্যম জাগোনিউজ২৪-এ প্রচারিত তার বিটিভি ভবন পরিদর্শনের ছবি দেখুন এখানে।
অর্থাৎ, শেখ হাসিনার বক্তব্য প্রদানের দাবিতে সরাসরি সম্প্রচারিত ভিডিওটি একটি ভুয়া লাইভ ভিডিও।
সুতরাং, ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদানের ভিডিওকে সাম্প্রতিক সময়ে তার লাইভে এসে বক্তব্য প্রদানের সরাসরি সম্প্রচারিত ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Daily Star Youtube Channel: ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে যা বললেন প্রধানমন্ত্রী
- Rumor Scanner’s Analysis