একাত্তর টিভি ভবনে অগ্নিকাণ্ড দাবিতে নেত্রকোনার ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যম একাত্তর টিভির ভবনে আগুন লেগেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে একাত্তর টিভি ভবনে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, নেত্রকোনায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় যে এতে ইলেকট্রনিক গণমাধ্যম একাত্তর টিভির লোগো রয়েছে৷ উক্ত সূত্র ধরে একাত্তর টিভির ফেসবুক পেজে গত ১৯ অক্টোবর প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

উক্ত ভিডিওটির ক্যাপশন বা মন্তব্যের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি কোথায় ঘটেছে বা এর কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। উক্ত পোস্টের মন্তব্যের ঘরে ফেসবুক ব্যবহারকারীরা উল্লিখিত ভিডিওর ঘটনাস্থল জানতে চাওয়ার পাশাপাশি অনেকে এটি একাত্তর টিভির ভবনে আগুন লাগার ঘটনা কি না বলে মন্তব্য করেন। এখান থেকেই একাত্তর টিভির ভবনে অগ্নিকাণ্ডের আলোচিত দাবিটির সূত্রপাত ঘটেছে বলে প্রতীয়মান হচ্ছে। 

পরবর্তীতে, একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে গত ১৯ অক্টোবর ‘দুর্গাপুরে বসতবাড়িতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

Screenshot: Facebook 

উক্ত ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি দুর্গাপুরের সাধুপাড়ায় বসতবাড়িতে আগুন লাগার ঘটনার ভিডিও। 

একই বিষয়ে জাতীয় দৈনিক ইত্তেফাকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও থেকেও একই তথ্য জানা যায়। 

উল্লিখিত তথ্যের সূত্র ধরে এ বিষয়ে আরেক জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইটে গত ১৯ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৯ অক্টোবর নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উক্ত এলাকার এক বাড়িতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে সাধুপাড়ার বাসিন্দা ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী সঞ্জয় সরকারের বাড়িটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দুই পরিবারের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। 

দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মঞ্জুর ফরাজী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি একাত্তর টিভির ভবনে আগুন লাগার ঘটনার নয়। 

সুতরাং, একাত্তর টিভির ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা দাবিতে নেত্রকোনায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img