সম্প্রতি, “অবশেষে সংযুক্ত আরব আমিরাতে দেখা মিলল শেখ হাসিনার” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় একটি সম্মেলনে যোগ দিতে মদিনায় যান শেখ হাসিনা। এটি সেই সময়ের দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম ‘Channel 24’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৫ নভেম্বরে প্রচার হওয়া একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এটি ২০২৩ সালের ঘটনা এবং এই সময় সৌদি আরবের জেদ্দায় ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মদিনায় গিয়েছিলেন শেখ হাসিনা।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক কালবেলার ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ ২০২৩ সালের ০৫ নভেম্বর ‘মদিনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটির ফিচারে সংযুক্ত ছবির সঙ্গেও আলোচিত দাবির ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সৌদি আরবের জেদ্দায় ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ২০২৩ সালের নভেম্বর মাসে মদিনায় যান শেখ হাসিনা। সম্মেলন শেষে মক্কায় ওমরাহ পালন করে ঐ বছরের ০৮ নভেম্বর ঢাকায় ফেরেন তিনি।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ২০২৩ সালে সৌদি আরবে শেখ হাসিনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের সফরের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।