সম্প্রতি, ঢাকার শাহবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ মিছিল করেছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উল্লিখিত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের কোনো কর্মসূচির নয়। প্রকৃতপক্ষে, এটি গত ১৫ অক্টোবর পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষকদের শাহবাগ অবরোধের ঘটনার ভিডিও।
অনুসন্ধানে শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম Channel24 এর লোগো পরিলক্ষিত হয়। উক্ত লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে গত ১৫ অক্টোবর ‘পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদের’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর সন্ধান পায় রিউমর স্ক্যানার। এই ভিডিওটির শুরুর অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেল থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে একই ঘটনায় গণমাধ্যমটির ওয়েবসাইটে ‘ব্যারিকেড ভেঙে এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, তিন দফা দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গত ১৫ অক্টোবর রাজধানীর শাহবাগ অবরোধ করেছিলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সেদিন দুপুরের দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এই বিষয়ে অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত সংবাদ (১, ২) থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, প্রচারিত বিক্ষোভের ভিডিওটি আওয়ামী লীগের কোনো কর্মসূচির নয়।
সুতরাং, শাহবাগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পুলিশের ব্যারিকেড ভাঙার ভিডিওকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Channel24: পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদের (YouTube)
- Channel24: ব্যারিকেড ভেঙে এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
- Prothom Alo: পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে শিক্ষকেরা, যানবাহন চলাচল বন্ধ
- Jamuna Television: পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করলো শিক্ষকরা (YouTube)