সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে “মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দিল্লিতে নেতারা সাক্ষাৎ করেন। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে” এমন ক্যাপশনে একটি ভিডিও প্রচারিত হয়েছে। Asad Mia নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা ভিডিওটি ৮০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত শেখ হাসিনার সঙ্গে কয়েকজন নেতার সাক্ষাতের ভিডিওটি সাম্প্রতিক নয় এবং ভিডিওটির স্থানও দিল্লি নয়। বরং এটি ২০১৭ সালের ১৬ জুন শেখ হাসিনার সুইডেন সফরকালীন স্টকহোমের গ্র্যান্ড হোটেলের সামনে ধারণ করা ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত ভিডিওটির সঙ্গে MS Media Studio নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৬ জুন প্রকাশিত একটি ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ ছিল, শেখ হাসিনা গাড়ি থেকে নেমে প্রবাসীদের সঙ্গে দেখা করতে দৌড়ে যান এবং ভিডিওর স্থান হিসেবে সুইডেন উল্লেখ করা হয়েছে।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেখা যায়, ২০১৭ সালের ১৬ জুন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমসে শেখ হাসিনার সুইডেন সফর সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনের সঙ্গে যুক্ত স্থিরচিত্রের সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওটিরও মিল পাওয়া যায়।
ঢাকা টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সুইডেনে শেখ হাসিনাকে স্বাগত জানাতে আসা আওয়ামী লীগের প্রবাসী নেতা-কর্মীদের দেখে তিনি হালকা দৌড়ে তাদের কাছে পৌঁছান। ঘটনাটি ঘটেছিল শুক্রবার, সুইডেনের রাজধানী স্টকহোমে, এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গ্র্যান্ড হোটেলে ফেরার সময়।
একই বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটেও অনুরূপ প্রতিবেদন প্রকাশিত হয়।
সুতরাং, শেখ হাসিনার সাথে দিল্লিতে নেতাদের সাম্প্রতিক সময়ে সাক্ষাৎ হয়েছে দাবিতে আট বছর আগের সুইডেন সফরকালীন ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- MS Media Studio – YouTube Video
- DhakaTimes24.com – কর্মীদের কাছে দৌঁড়ে গেলেন শেখ হাসিনা