সম্প্রতি, ‘কুমিল্লায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়ি ভাঙচুর করলো আওয়ামী লীগ’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়ি আওয়ামী লীগ কর্তৃক ভাঙচুরের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন ঘটনার ছবি ও ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে ‘Jinish Jollad’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত বছরের ০৬ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওতে থাকা দৃশ্যের মিল রয়েছে।

Jinish Jollad নামক পেজটি থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাউশি দিগলটিক এলাকায় গাড়িতে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময়কালে গাড়ি এবং গরুসহ তিনজনকে আটক করা হয়। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত তিনজনকে মারধর করা হয়েছে এবং গাড়ি থেকে গরু বের করা হয়েছে। পাশাপাশি, গাড়িটিও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। কিন্তু, পুরো ভিডিওর কোথাও হাসনাত আবদুল্লাহ নাম উল্লেখ করা হয়নি। এমনকি ভিডিওর কোন অংশে হাসনাত আবদুল্লাহকে দেখাও যায়নি।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার।
এরপর, আলোচিত ভিডিওতে হাসনাত আবদুল্লাহকে হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থার একটি ছবি দেখা যায়। ছবিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সহ জামায়াতের একাধিক নেতাকেও দেখা যায়। অনুসন্ধানে জাতীয় দৈনিক ভোরের কাগজের ওয়েবসাইটে গত বছরের ২৬ আগস্ট “সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখে যা বললেন জামায়াতে আমির” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি যুক্ত থাকতে দেখা যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ২৫ আগস্ট আনসার সদস্যের সাথে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় আহত হন হাসনাত আবদুল্লাহ। আহত হাসনাত আবদুল্লাহকে দেখতে হাসপাতালে যান জামায়াতের আমিন ডা. শফিকুর রহমান। সেই সময়কার ছবি এটি।
একই ছবি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তখন পোস্ট করা হয়েছিল।
অর্থাৎ, উক্ত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, কুমিল্লায় আ’লীগ কর্তৃক হাসনাত আবদুল্লাহর গাড়ি ভাঙচুরের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jinish Jollad- Facebook Post
- Bhorer Kagoj- সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখে যা বললেন জামায়াতে আমির
- Bangladesh Jamaat-e-Islami- Facebook Post