সম্প্রতি ‘START WITH 31,000 TAKA AND GET GUARANTEED 3,000,000 EVERY MONTH’ শিরোনামে বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগ স্কিম দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক লাভের কোনো বিনিয়োগ স্কিম ঘোষণা করেননি। প্রকৃতপক্ষে, ড. ইউনূসের পুরোনো একটি ভিডিওতে ভিন্ন অডিও ক্লিপ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ড. মুহাম্মদ ইউনূসের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ০৪ মার্চ ‘Professor Muhammad Yunus’ message for all social business enthusiasts at YSB Brazil’s event, 2019’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওতে ড. মুহাম্মদ ইউনূস ২০১৯ সালের মার্চ মাসে ব্রাজিলে অনুষ্ঠিতে সোশ্যাল বিজনেস ফোরামে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ইউনূস সোশ্যাল বিজনেস নেটওয়ার্কের মাধ্যমে বার্তা দিচ্ছেন। উক্ত ভিডিওতে তিনি সামাজিক ব্যবসায়ের নানামুখী সম্ভাবনা তুলে ধরেন এবং এ বিষয়ে রাষ্ট্রের পাশাপাশি নাগরিকদের দায়িত্ব নিয়ে কথা বলেন।
উক্ত ভিডিওতে ড. ইউনূসকে বাংলাদেশ ব্যাংকে ৩১,০০০ টাকা বিনিয়োগে প্রতি মাসে ৩,০০০,০০০ টাকা মুনাফা সংক্রান্ত কোনো বক্তব্য দিতে দেখা যায়নি।
উক্ত ভিডিওর একটি অংশ আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। এটির সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগ সংক্রান্ত অডিও ক্লিপটি যুক্ত করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আলোচিত বিনিয়োগ স্কিম সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাদের নোটিশ বোর্ডে বিনিয়োগ, ঋণ প্রদান ইত্যাদি বিষয়ে কয়েকটি সতর্কীকরণ বার্তা রয়েছে। এসব সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে ভুয়া অ্যাপ ও ওয়েবসাইটের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে এবং এসবের সাথে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই বলে উল্লেখ করা হয়েছে।
তাছাড়া, আলোচিত পোস্টটি প্রচারকারী ‘Cia do Artesanato’ নামক পেজটি ব্রাজিল থেকে পরিচালনা করা হয়। পেজটির অন্যান্য পোস্ট ও তথ্য থেকে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
সুতরাং, ড. ইউনূস কর্তৃক বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগ স্কিম ঘোষণা দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Muhammad Yunus – Professor Muhammad Yunus’ message for all social business enthusiasts at YSB Brazil’s event, 2019
- Bangladesh Bank – Website