সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, নোয়াখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেনের ছেলেকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা অপহরণ করে দশ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তারা ছেলেটিকে হত্যা করে বাসার পেছনে ফেলে যায়।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নোয়াখালীর নয় এবং ঘটনাটি রাজনৈতিকও নয়। প্রকৃতপক্ষে, গত ১৮ সেপ্টেম্বর শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে হুমায়ুন নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় সাত ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। ভিডিওটি মূলত সে সময়কারই দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে Sherpur Sangbad নামের ফেসবুক পেজে গত ১৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওতে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, এটি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা বাতকুচি এলাকায় চেল্লাখালি নদী থেকে নিখোঁজ দশ বছর বয়সী হুমায়ুনের মরদেহ উদ্ধারের পরবর্তী সময়ের ভিডিও।

জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোতে ১৯ সেপ্টেম্বর এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, ১৮ সেপ্টেম্বর বেলা দুইটার দিকে চেল্লাখালি নদীতে পাহাড়ি ঢলের পানির সঙ্গে ভেসে আসা লাকড়ি ধরতে যায় হুমায়ুন ও তার চাচাতো ভাই আতিক হাসান। এ সময় তীব্র স্রোতে হুমায়ুন ভেসে যায়। পরে খবর পেয়ে বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে তীব্র স্রোতের কারণে সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে রাত নয়টার দিকে বুরুঙ্গা ব্রিজ থেকে প্রায় ৩০০ মিটার ভাটিতে তার মরদেহ উদ্ধার করা হয়।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে শেরপুরের এ ঘটনাটি নিয়ে রিপোর্টার্স বিডিসহ আরও কয়েকটি মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পাওয়া গেছে।
সুতরাং, নোয়াখালীতে বিএনপি-জামায়াত কর্তৃক আ.লীগ নেতার সন্তান হত্যা দাবিতে শেরপুরের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Sherpur Sangbad: Facebook Video
- Prothom Alo: শেরপুরে পাহাড়ি ঢলে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার