আবরার ফাহাদ স্মরণে কক্সবাজারে ছাত্রশিবিরের আয়োজনকে ছাত্রদলের আয়োজন দাবিতে প্রচার 

২০১৯ সালে বুয়েট শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) নির্যাতনে নিহত আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ছিল গত ০৭ অক্টোবর। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে৷ এরই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেদিন ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতনে শহীদ বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী ও দেশপ্রেমিক শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।’ ক্যাপশনে একাধিক ছবি প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল দাবিতে প্রচারিত ছবিগুলো উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের আয়োজনের নয়। প্রকৃতপক্ষে, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের আয়োজনের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ছবিগুলোর সূত্র ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ফেসবুক পেজে গত ০৭ অক্টোবর প্রকাশিত একটি পোস্টে কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner 

উভয় পেজ থেকে প্রচারিত ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, এসব ছবিতে থাকা রুমের আসবাবপত্র ও দেয়ালের রং, ছবিতে থাকা মানুষজন এবং অন্যান্য পারিপার্শ্বিকতার মধ্যে মিল রয়েছে। 

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের ফেসবুক পেজের উক্ত পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয় যে সংযুক্ত ছবিগুলো শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালনের অংশ হিসেবে গত ০৭ অক্টোবর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের দৃশ্য। 

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের ফেসবুক পেজ থেকে এসব ছবি ০৭ অক্টোবর দুপুর ০২:৪৬ মিনিটে প্রকাশ করা হয়। অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গত ০৭ অক্টোবর দুপুর ০৩:০৭ মিনিটে এসব ছবি প্রকাশ করা হয়। 

এছাড়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ফেসবুক পেজে থেকে গত ০৮ অক্টোবর উল্লেখিত আয়োজনের একাধিক ছবি সংযুক্ত করে তৈরি একটি ভিডিওচিত্র প্রকাশ করা হয়। 

পরবর্তীতে, এ বিষয়ে গণমাধ্যম জনকণ্ঠের ওয়েবসাইটে গত ০৮ অক্টোবর ‘শিবিরের অনুষ্ঠানের ছবি ছাত্রদলের পেজে! ‘দোয়া মাহফিল’ নিয়ে বিতর্ক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালনের অংশ হিসেবে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজন করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ইনস্টিটিউটের মসজিদে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক ও কক্সবাজার কলেজ সভাপতি মোহাম্মদ আইয়ুব আনসারী।

তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, ওই দোয়া মাহফিলের ছবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নিজেদের আয়োজন হিসেবে প্রচার করা হয়েছে। বেলা আড়াইটায় শিবিরের শাখা পেজে অনুষ্ঠানটির ছবি প্রকাশের প্রায় আধা ঘণ্টা পর ছাত্রদলের পেজে একই ছবি পোস্ট করে সেটিকে তাদের আয়োজন বলে দাবি করা হয়।

এ বিষতে জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ আইয়ুব আনসারী বলেন, “আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দোয়া মাহফিলের আয়োজন করি। আমি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। অনুষ্ঠান চলার শেষ দিকে ছাত্রদলের পরিচয়ে কয়েকজন এসে দোয়া অংশে শরিক হয়। তারা বলেন, আবরার ফাহাদ সবার, তাই সবাই মিলে দোয়া করা উচিত। আমি তখন অন্য একটি কর্মসূচির জন্য বের হয়ে আসি। পরে মসজিদের ইমাম মোনাজাত পরিচালনা করেন।” তিনি আরও বলেন, “পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের কোনো কমিটি নেই। তারা শুধু ছবি তুলতে এসে নিজেদের প্রোগ্রাম বলে প্রচার করছে—এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” শিবিরের এই নেতার দাবি, যোহর নামাজের পর আনুমানিক ১টা ৪০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে ছাত্রদলের কয়েকজন আসে ১টা ৫০ মিনিটের দিকে। তারা কিছুক্ষণ অবস্থান করলেও পুরো আয়োজনটি ছিল শিবিরেরই।

একই বিষয়ে আরেক গণমাধ্যম দ্যা ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে গত ০৭ অক্টোবর ‘শিবিরের প্রোগ্রামের ছবি ছাত্রদলের অফিশিয়াল পেজে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। 

সুতরাং, আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিলের ছবি দাবিতে ছাত্রশিবিরের উক্ত শাখার মিলাদ ও দোয়া মাহফিলের ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img