মাহফুজ আনামের সাক্ষাৎকারের ভিডিও সম্পাদনা করে বিনিয়োগের প্রতারণার ফাঁদ 

সম্প্রতি, জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের একটি ভিডিও ‘ONLY 3% OF BANGLADESHIS KNOW ABOUT THIS PLATFORM BY INVESTING JUST 31,000 TAKA, YOU  ARE GUARANTEED TO RECEIVE 3,000,000 TAKA EVERY MONTH’ অর্থাৎ, ‘শুধুমাত্র ৩% বাংলাদেশিরাই এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানে। মাত্র ৩১,০০০ টাকা বিনিয়োগ করলেই আপনি প্রতি মাসে ৩,০০,০০০০ টাকা পাবেন, এটি নিশ্চিত’ শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে। 

ভিডিওটিতে যমুনা টেলিভিশনের লোগোও দেখা যায়। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাহফুজ আনাম ৩১ হাজার টাকা বিনিয়োগ করলে মাসে ৩০ লক্ষ টাকা পাওয়া যাবে শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং এ সংক্রান্ত কোনো বিনিয়োগ সংস্থার সাথেও তিনি যুক্ত নন। এছাড়া, যমুনা টেলিভিশনও মাহফুজ আনামের এ সংক্রান্ত কোনো ভিডিও প্রচার করেনি। প্রকৃতপক্ষে, গত জানুয়ারি মাসে ভারতীয় গণমাধ্যম দ্যা প্রিন্টে একটি সাক্ষাৎকার দেন মাহফুজ আনাম। সেই সাক্ষাৎকারের ভিডিওর সাথে যমুনা টেলিভিশনের লোগো যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে থাকা যমুনা টেলিভিশনের লোগোর সূত্রে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ভিডিও বা তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম দ্যা প্রিন্টের ইউটিউব চ্যানেলে গত ২৬ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকার পাওয়া যায়। উক্ত সাক্ষাৎকারে মাহফুজ আনামের পোশাক, ব্যাকগ্রাউন্ড এবং আনুষাঙ্গিক সবকিছুর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

এক ঘন্টা ০৯ মিনিট ৩৪ সেকেন্ডের সাক্ষাৎকারটিতে মাহফুজ আনামকে কোথাও বিনিয়োগের বিষয়ে বলতে শোনা যায়নি। বরং তিনি বাংলাদেশ, ভারত, চীন এবং পাকিস্তানের ভূরাজনৈতিক ও কূটনীতিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। 

অর্থাৎ, উক্ত সাক্ষাৎকারের কোনো একটি অংশ কেটে নিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, ৩১ হাজার টাকা বিনিয়োগ করলে ৩০ লক্ষ টাকা পাওয়া যাবে শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img