ডেমরা ছাত্রলীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০২৩ সালের মিছিলের ভিডিও প্রচার 

সম্প্রতি ঢাকা ডেমরায় ছাত্রলীগ এর বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ছাত্রলীগের একটি মিছিলের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Al Rayhan Talukder’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ০২ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২২ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

এছাড়া, ২০২৩ সালের ১ সেপ্টেম্বরে ‘Akramul Hoque Sagor’ নামক আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে একই মিছিলের ভিন্ন কোণ থেকে ধারণকৃত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেটির সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে ২০২৩ সালের ০১ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।  প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ০১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐ সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো বিক্ষোভ কিংবা মিছিলের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। 

সুতরাং, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ছাত্রলীগের একটি মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img