পাহাড়িদের ‘আমরা সবাই মুজিব সেনা’ শীর্ষক স্লোগানের ভিডিওর অডিওটি সম্পাদিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে বেশ কয়েকজন মানুষকে স্লোগান হিসেবে বলতে শোনা যায়, ‘ডায়রেক্ট অ্যাকশন। আমরা সবাই মুজিব সেনা, ভয় করিনা বুলেট বোমা। দিয়েছিতো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। ডায়রেক্ট অ্যাকশন।’

ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে এটি খাগড়াছড়িতে পাহাড়িদের স্লোগানের ভিডিও।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত অডিও সম্বলিত ভিডিওসহ ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর অডিওটি আসল নয় বরং সম্পাদিত। মূল অডিওতে ‘আমরা সবাই মুজিব সেনা’ শীর্ষক স্লোগানের পরিবর্তে ‘এক দুই তিন চার, সেনা তুই পাহাড় ছাড়’ স্লোগান দেওয়া হয়েছিল।

অনুসন্ধানে ‘Hla-44M’ ইউজারনেমের একটি ইউটিউব চ্যানেলে গত ২৬ সেপ্টেম্বরে একটি ভিডিও প্রচার হতে দেখা যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। তবে অডিওতে বৈসাদৃশ্য পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ‘আমরা সবাই মুজিব সেনা’ শীর্ষক স্লোগানের অডিও থাকলেও উপরোল্লিখিত ইউটিউব ভিডিওতে ‘এক দুই তিন চার, সেনা তুই পাহাড় ছাড়। বন্দুক দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমরা সবাই জুম্ম সেনা, ভয় করিনা..’ শীর্ষক স্লোগান শোনা যায়।

পরবর্তীতে ‘আমরা সবাই মুজিব সেনা’ শীর্ষক স্লোগানের আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ও অডিও বিশ্লেষণ করলে তাতে কিছু অসংগতি লক্ষ্য করা যায়। যেমন: ভিডিওর স্লোগান ‘আমরা সবাই মুজিব সেনা’ শীর্ষক বাক্যের সাথে অডিও এর লিপ সিন্ক বা ঠোঁটের তুলনা করলে অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। পাশাপাশি, স্লোগানের শব্দের তীব্রতার সাথেও মিছিলে উপস্থিত মানুষের তারতম্য দেখা যায়। এছাড়াও, ক্যামেরা স্লোগানরত মানুষের খুবই কাছে থাকলেও অডিও অনুযায়ী স্লোগান ও ভিডিও রেকর্ডারের দূরত্ব তুলনামূলক বেশি হওয়ার কথা। অপরদিকে ‘এক দুই তিন চার, সেনা তুই পাহাড় ছাড়’ শীর্ষক স্লোগানের সাথে উক্ত অডিও এর তুলনা করলে লিপ সিন্ক বা ঠোঁটের সামঞ্জস্যতা সহ উপরোল্লিখিত বিষয়ের সামঞ্জস্যতা লক্ষ্য করা যায়।

এছাড়াও, অনুসন্ধানে ‘আমরা সবাই মুজিব সেনা’ শীর্ষক স্লোগানের উক্ত অডিওটির সংযুক্তি আরো নানা ভিডিওতেও পাওয়া যায়। 

উপরোল্লিখিত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত ভিডিওটির আসল অডিও ‘আমরা সবাই মুজিব সেনা’ শীর্ষক স্লোগানের নয় বরং ‘এক দুই তিন চার, সেনা তুই পাহাড় ছাড়’ শীর্ষক স্লোগানের।

সুতরাং, পাহাড়িরা ‘আমরা সবাই মুজিব সেনা’ শীর্ষক স্লোগান দিয়েছে দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img