ভারতে অবৈধ বাংলাদেশি নাগরিক দাবিতে ভারতীয় নাগরিকের ভিডিও প্রচার

সম্প্রতি ‘Thanks to CCTV, this illegal Bangladeshi Sheik Nazarul was caught and arrested. They are digging the infrastructure of our country…’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে একাধিক ভারতীয় অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে। এসব পোস্টে দাবি করা হয়, ভারতে অবৈধভাবে অবস্থানকারী শেখ নাজারুল নামক একজন বাংলাদেশী সেখানে ম্যানহোলের ঢাকনা চুরি করে এবং এজন্য তাকে গ্রেফতার করা হয়। 

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটিতে থাকা ব্যক্তি বাংলাদেশের নাগরিক নন৷ প্রকৃতপক্ষে, আমারজিত কামাতি নামক চুরির দায়ে অভিযুক্ত একজন ভারতীয় নাগরিকের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম Times Now এর ফেসবুক পেজে গত ২৯ আগস্ট প্রকাশিত আলোচিত ভিডিওর সাথে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner 

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওর ঘটনাটি ভারতের মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরি এলাকার আরাম নগরে ঘটেছে। তবে, ভিডিওতে থাকা ম্যানহোলের ঢাকনা খুলে নেওয়া ব্যক্তি কিংবা অটোচালকের পরিচয় সম্পর্কিত কোনো তথ্য উক্ত পোস্টে উল্লেখ করে হয়নি। 

এ বিষয়ে অধিকতর অনুসন্ধানে মুম্বাই পুলিশের ওয়েবসাইট থেকে মুম্বাইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে গত ২৮ আগস্ট দায়ের করা একটি First Information Report (FIR) খুঁজে পাওয়া যায়। 

এই এফআইআরটি দায়ের করেছিলেন বিএমসি ইঞ্জিনিয়ার ভিকি শ্যামলাল শর্মা। উক্ত এফআইআরে তিনি বলেছেন যে রাস্তার কাজ পরিদর্শন করার সময় তিনি আন্ধেরি পশ্চিমের জেপি রোডের কাছে পৌরসভার মালিকানাধীন পাঁচটি ম্যানহোলের ঢাকনা খুলে নেওয়া হয়েছে বলে লক্ষ্য করেন।

এই ঘটনার বিষয়ে মুম্বাইয়ের ভারসোভা পুলিশ স্টেশনের সিনিয়র পুলিশ ইনস্পেক্টর দীপশিখা ওয়ারে ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান নিউজচেকারকে জানান যে এই ঘটনায় আমারজিত কামাতি নামক এক ব্যক্তিকে গত ২৯ আগস্ট গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান যে আমারজিত কামাতি মুম্বাইয়ের স্থানীয় অধিবাসী এবং তিনি বাংলাদেশি নন। 

সুতরাং, ভারতে অবৈধ বাংলাদেশি নাগরিকের ম্যানহোলের ঢাকনা চুরির ভিডিও দাবিতে ভারতীয় নাগরিকের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img