মিরপুর ও আদাবর থানায় জুলাই অভ্যুত্থানের সময় হওয়া দুটি হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে গত বছরের ২১ অক্টোবর হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরবর্তীতে আন্দোলনের সময় বনশ্রীতে নিহত মুদি দোকানি মিজানুর রহমান হত্যা মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর সরকার পতনের দিন অর্থাৎ গত বছরের ০৫ আগস্ট যাত্রাবাড়ীতে এক শ্রমিক হত্যা মামলায় তাকে আবারও গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
তবে সম্প্রতি দাবি করা হচ্ছে ব্যারিস্টার সায়েদুল হক সুমন জামিন পেয়েছেন।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে দেখা যায়।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জামিন পাননি এবং প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই পুরোনো একটি ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন পাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, গত ১৭ সেপ্টেম্বর বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর (বুধবার) সরকার পতনের দিন অর্থাৎ, গত বছরের ০৫ আগস্ট এক শ্রমিক হত্যা মামলায় সুমনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন৷
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল ইত্তেফাক, কালের কণ্ঠও৷
অর্থাৎ, ব্যারিস্টার সায়েদুল হক সুমন এখনো কারাগারেই রয়েছেন।
অন্যদিকে, আলোচিত দাবিতে যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে উক্ত ভিডিওটি গত বছরের ০৭ নভেম্বর থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন পাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- bdnews24- ‘ভালো থাকুক বাংলাদেশ’, কারাগারে যাওয়ার আগে ব্যারিস্টার সুমন
- Viralbd2024- Youtube Video