সাইবেরিয়ায় ফিলিস্তিনের সমর্থনে জনস্রোত দাবিতে সার্বিয়ার ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, “ফি*লি*স্তিনের সমর্থনে সাইবেরিয়ায় লাখো মানুষের জনস্রোত” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে থ্রেডসে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাইবেরিয়ার নয়। প্রকৃতপক্ষে, সার্বিয়ার শহর বেলগ্রেডে সরকারি দুর্নীতি বিরোধী বিক্ষোভের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘Djordje’ নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে চলতি বছরের ১৫ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল রয়েছে। 

Video Comparison: Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশনে এটিকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। 

এছাড়া, Den Sep নামক আরেকটি ইউটিউব চ্যানেলেও এটিকে ১৫ মার্চ, ২০২৫ তারিখে ঘটা সার্বিয়ার বেলগ্রেডে বিক্ষোভের ভিডিও বলে দাবি করা হয়েছে।  

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের ওয়েবসাইটে চলতি বছরের ১৫ মার্চে “Over 100,000 people rally in massive anti-corruption protest against Serbian government” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ সার্বিয়ার শহর বেলগ্রেডে সরকারি দুর্নীতি বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা মাসব্যাপী শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলনের চূড়ান্ত রূপ হিসেবে দেখা হয়। শান্তিপূর্ণভাবে শুরু হলেও কিছু সংঘর্ষ ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে শেষের দিকে ছাত্ররা বিক্ষোভ সমাপ্তি ঘোষণা করেন। 

অর্থাৎ, এটি সাইবেরিয়ায় ঘটা কোনো বিক্ষোভের দৃশ্য নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। 

এছাড়া, সাম্প্রতিক সময়ে সাইবেরিয়ায় এমন কোনো বিক্ষোভের খবর বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। 

সুতরাং, সার্বিয়ার বেলগ্রেডে সরকারি দুর্নীতি বিরোধী বিক্ষোভের দৃশ্যকে সাইবেরিয়ায় ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img