সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যায় সংবাদ সম্প্রচার চলাকালীন হঠাৎ করে ডেস্কের সামনে দিয়ে দৌঁড়ে যাচ্ছে এক ইঁদুর। এমতাবস্থায় ভয়ে উঠে দাঁড়ান সংবাদ উপস্থাপিকা। আলোচিত ভিডিওটি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘আল জাজিরার সম্প্রচার স্টুডিওতে হঠাৎ ঢুকে পড়ে একটি ইঁদুর!’
অর্থাৎ, দাবি করা হয়েছে যে প্রচারিত ভিডিওটি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সংবাদ সম্প্রচার স্টুডিওর ডেস্কে ইঁদুর যাওয়ার আসল ভিডিও।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আল জাজিরার সংবাদ সম্প্রচার স্টুডিওর ডেস্কে ইঁদুর দৌড়ে যাওয়ার ভিডিওটি আসল নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি এই ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে কিছু অসংগতি লক্ষ্য করা যায়। যেমন: সংবাদ উপস্থাপিকা ভয় পেয়ে চেয়ার থেকে উঠার পর নড়ে যাওয়া চেয়ারের উল্টোপাশেই বসে যাচ্ছেন। এরূপ অসংগতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি ভিডিওতে দেখা যায়।
এছাড়া, অনুসন্ধানে আল জাজিরার প্রডিউসার ও নিউজ এডিটর সাদ আবেদিনের এক্স অ্যাকাউন্টে আলোচিত ভিডিওর বিষয়ে গত ১০ অক্টোবরে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে তিনি বলেন, আলোচিত ভিডিওতে প্রদর্শিত চেয়ার, সেট বা উক্ত উপস্থাপিকা কখনোই আল জাজিরায় ছিল না। তিনি আরও বলেন, তিনি ১১ বছর ধরে এই স্টুডিওতে কাজ করছেন। কিন্তু কখনোই কোনো ইঁদুর দেখেননি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটি এআই ও ডিপফেক কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক ও মিটার’ ও ‘হাইভ মডারেশন’ এ বিশ্লেষণ করলে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে আল জাজিরার সংবাদ সম্প্রচার স্টুডিওর ডেস্কে ইঁদুর দৌড়ে যাওয়ার আসল ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Saad Abedine – X Post
- Hive Moderation
- DeepFake-O-Meter