সম্প্রতি ‘কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি বাস যাতায়াত করার সময়ে মহিলা সহ আটক।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশে ঘটেনি এবং ভিডিওতে থাকা পুরুষটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলার সভাপতিও নন৷ প্রকৃতপক্ষে, ভারতের উত্তরপ্রদেশের গোবিন্দ সিং নামের একজন বাস কন্ডাক্টরের পুরোনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে UnMuteINDIA নামক একটি এক্স অ্যাকাউন্টে ২০২৩ সালের ০১ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ভারতের উত্তর প্রদেশে চলন্ত বাসে যৌন সম্পর্কের সময় ধরা পড়ে বাস কন্ডাক্টর। ভিডিওটি উক্ত ঘটনার দৃশ্য।
উল্লেখিত তথ্যের সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম The Daily Jagran এর ওয়েবসাইটে ২০২৩ সালের ০১ জুলাই ‘Conductor Caught Engaging In S*xual Act With Woman On Moving Bus In UP; FIR Registered’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের হাতরাস বাস ডিপোর একটি চলন্ত বাসে নারীর সঙ্গে বাস কন্ডাক্টরের যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ঘটনা ঘটে। বাসের যাত্রীরা এই দৃশ্য মোবাইলে ধারণ করে। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর কর্তৃপক্ষ বাসটির চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের চুক্তি বাতিল করে।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম ABP News ওয়েবসাইটে ২০২৩ সালের ০২ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত বাস কন্ডাক্টরের নাম গোবিন্দ সিং।
এছাড়াও, Patrika নামে আরেক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনেও অভিযুক্ত বাস কন্ডাক্টরের নাম গোবিন্দ সিং বলে উল্লেখ করা হয়েছে।
সুতরাং, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শিবির সভাপতির আপত্তিকর ভিডিও দাবিতে ভারতের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- UnMuteINDIA – X Post
- The Daily Jagran – Conductor Caught Engaging In S*xual Act With Woman On Moving Bus In UP; FIR Registered
- ABP News – Website
- Patrika – Website