ইসরায়েল কর্তৃক শহিদুল আলমকে আটকের দৃশ্য দাবিতে লাইফ জ্যাকেট ব্যবহারের প্রশিক্ষণের ভিডিও প্রচার 

গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি নৌবহর যাত্রা শুরু করে। এই মিশনে বিশ্বের বিভিন্ন দেশের অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং মানবাধিকারকর্মীরা অংশ নেন। এর ধারাবাহিকতায়, গত ১ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) জাহাজ ‘কনশানস্’ আন্তর্জাতিক সাংবাদিক এবং চিকিৎসা পেশাদারদের নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই জাহাজে বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমও যোগ দেন। গত ৮ অক্টোবর ইসরায়েলি বাহিনীর হাতে নৌবহরের আরো অনেকের সাথে শহিদুল আলমও আটক হন। পরবর্তীতে মুক্তি পেয়ে গত ১১ অক্টোবর দেশে ফিরেছেন শহিদুল আলম। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি ইসরায়েল কর্তৃক শহিদুল আলমকে আটক করার দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইসরায়েল কর্তৃক শহিদুল আলমকে আটক করার দৃশ্যের নয়। বরং ইসরায়েল কর্তৃক আটক হওয়ার আগে শহিদুল আলমসহ ফ্লোটিলার যাত্রীদের জরুরি পরিস্থিতিতে লাইফ জ্যাকেট ব্যবহারের প্রশিক্ষণ নেওয়ার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেশের মূলধারার গণমাধ্যম ‘ইনডিপেনডেন্ট টিভি’র ইউটিউব চ্যানেলে গত ৫ অক্টোবরে ‘জরুরি পরিস্থিতিতে লাইফ জ্যাকেট ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন ফ্লোটিলার যাত্রীরা’ শিরোনামে আলোচিত দাবিতে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner 

ভিডিওটি সম্পর্কে বলা হয়, ‘কীভাবে জরুরি পরিস্থিতিতে লাইফ জ্যাকেট ব্যবহার করতে হয় প্রশিক্ষণ নিচ্ছেন ফ্লোটিলার যাত্রীরা’। এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত কিছু ভিডিওতে ইনডিপেনডেন্ট টিভির লোগোর উপস্থিতি লক্ষ্য করা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি মূলত ইনডিপেনডেন্ট টিভিতে প্রচারিত উক্ত ভিডিও থেকে নেওয়া হয়েছে। 

এছাড়াও, ইনডিপেনডেন্ট টিভির ফেসবুক পেজেও ‘জরুরি পরিস্থিতিতে লাইফ জ্যাকেট ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন ফ্লোটিলার যাত্রীরা’ শিরোনামে আলোচিত দৃশ্যটি গত ৫ অক্টোবরে প্রচার হতে দেখা যায়।

অপরদিকে, গত ৮ অক্টোবর ইসরায়েলি বাহিনীর হাতে নৌবহরের আরো অনেকের সাথে শহিদুল আলম আটক হন। অর্থাৎ, প্রচারিত ভিডিওটি শহিদুল আলমের আটক হওয়ার আগেই অনলাইনে প্রচার করা হয়েছে।

সুতরাং, আটক হওয়ার কয়েকদিন আগে শহিদুল আলমসহ ফ্লোটিলার যাত্রীদের জরুরি পরিস্থিতিতে লাইফ জ্যাকেট ব্যবহারের প্রশিক্ষণ নেওয়ার দৃশ্যকে ইসরায়েল কর্তৃক শহিদুল আলমকে আটক করার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img