সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)-এর ছবি দাবিতে ‘হ্যাপি টিচার্স ডে’এর শুভেচ্ছা নিবেন মোনামী ম্যাম’ ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়ার নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন নারীর ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ছবিগুলো তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Pooja Singh Rajput’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৮ সেপ্টেম্বর প্রকাশিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিতে উক্ত নারীর মূখমণ্ডলের পার্থক্য ছাড়া অন্য সব উপাদানের মিল খুঁজে পাওয়া যায়।

উল্লেখিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভারত থেকে পরিচালিত হচ্ছে।
ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয়, এই নারীর ছবিতে তার মুখমণ্ডলের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শেহরীন আমিন ভূঁইয়ার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
এছাড়া, অধিকতর অনুসন্ধানের প্রয়োজনে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে উক্ত নারীর ছবির ওপর শেহরীন আমিন ভূঁইয়ার মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।
সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)-এর নামে প্রচারিত এই ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Pooja Singh Rajput – Instagram Post