সম্প্রতি ‘চট্টগ্রামের রাউজানে এক মা একসাথে জন্ম দিলেন ১৮টি জমজ সন্তান।…’ ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের রাউজান উপজেলায় একজন নারী কর্তৃক ১৮টি সন্তান প্রসবের মতো কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে ছবিটিতে কিছু এআই জনিত অসঙ্গতি পরিলক্ষিত হয়। যেমন- ছবিটিতে একই চেহারার একাধিক ব্যক্তি রয়েছে।
এ বিষয়ে নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম sightengine এর ওয়েবসাইটে ছবিটি যাচাই করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৭ শতাংশ।

পরবর্তীতে, আরেক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Decopy AI এর ওয়েবসাইটে ছবিটি যাচাই করলে এটির এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ বলে চিহ্নিত করা হয়।

অর্থাৎ, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
এছাড়া, উক্ত বিষয়ে চট্টগ্রামের রাউজান উপজেলা ভিত্তিক সংবাদমাধ্যম ‘Channel Raozan চ্যানেল রাউজান’ এর ফেসবুক পেজে গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ভিডিওটিতে বলা হয়, রাউজানে এক নারীর ১৮টি সন্তান জন্মদানের বিষয়টি গুজব। ভিডিওতে উত্তর চট্টগ্রামের গণমাধ্যমকর্মী আনিসুর রহমান মোবাইল ফোনের স্ক্রিনে আলোচিত ছবিটি প্রদর্শন করে উল্লেখ করেন যে এটি এআই প্রযুক্তির সহায়তার তৈরি। ভিডিওটিতে আরো বলা হয়, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকেও জানানো হয় যে রাউজানে এক নারীর ১৮টি সন্তান জন্মদানের দাবিটি সত্য নয়।
একই বিষয়ে চট্টগ্রাম ভিত্তিক সংবাদমাধ্যম বিহঙ্গ টিভির ফেসবুক পেজে গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে চট্টগ্রামের রাউজান উপজেলায় এক নারীর ১৮টি সন্তান প্রসব করেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- sightengine – Website
- Decopy AI – Website
- Channel Raozan চ্যানেল রাউজান – Facebook Post
- বিহঙ্গ টিভি – Facebook Post