জাতিসংঘের অধিবেশনে যোগদান করতে যাওয়ার সময় নেতানিয়াহুকে মারধর ও হেনস্তার দাবি ভুয়া

সম্প্রতি, জাতিসংঘের সাধারণ সভার অধিবেশনে যোগদান করতে যাওয়ার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশের জনগণ কর্তৃক মারধর ও হেনস্তার শিকার হয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

একই ভিডিওটি নেতানিয়াহুর দাবিতে প্রচার করেছে জাতীয় দৈনিক জনকণ্ঠও। দেখুন– এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসরায়েলের জনগণ কর্তৃক নেতানিয়াহুকে মারধর ও হেনস্তা করার দাবিতে প্রচারিত ভিডিওটিতে থাকা ব্যক্তি নেতানিয়াহু নন। প্রকৃতপক্ষে, ভিডিওতে থাকা ব্যক্তিটি হলেন ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা এমকে এলি দালাল। এলি দালাল গত ২০ সেপ্টেম্বর ইসরায়েলের কফার সাবা নামক স্থানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন। সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা যখন তাঁর যাওয়ার জন্য পথ তৈরির চেষ্টা করছিলেন, তখন তিনি মেঝেতে পড়ে যান। সেই ঘটনার দৃশ্য এটি।

অনুসন্ধানে ‘Bar Peleg’ নামক একটি এক্স (সাবেক টুইটার) থেকে গত ২১ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওতে দাবি করা হয়, ভিডিওটি এমকে দালালের পড়ে যাওয়ার দৃশ্যের। 

একই অ্যাকাউন্ট থেকে ভিন্ন দিক থেকে প্রচারিত আরেকটি ভিডিও পাওয়া যায়। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, উক্ত ব্যক্তি বেনিয়ামিন নেতানিয়াহু নন। 

একই ভিডিও একই তারিখ পোস্ট করেন ইসরায়েলের সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট অরলি বারলেভও। তিনি বলেন, কফার সাবায় অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় লিকুদ পার্টির নেতা এলি দালাল নিজে হোঁচট খেয়ে পড়ে যান। 

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর লিকুদ পার্টির নেতা ও আইনপ্রণেতা এলি দালাল একটি অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় বিক্ষোভের সামনে পড়েন। তখন অনুষ্ঠানের প্রবেশপথ অবরোধ করে রাখা বিক্ষোভের মধ্য দিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে যান দালাল।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমও। দেখুন– এখানে, এখানে এবং এখানে। 
এই ঘটনায় চারজনকে গ্রেফতার করার তথ্যও গণমাধ্যমে এসেছে। 

অর্থাৎ, ভিডিওতে থাকা ব্যক্তি নেতানিয়াহু নন, এমকে এলি দালাল৷ 

সুতরাং, গত ২০ সেপ্টেম্বর ইসরায়েলের লিকুদ পার্টির নেতা এলি দালালের হোঁচট খেয়ে পড়ে যাওয়ার দৃশ্যকে জাতিসংঘের অধিবেশনে যোগদান করতে যাওয়ার সময় নিজ দেশের জনগণ কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মারধর ও হেনস্তার শিকার হওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img