এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার দায়ে মাহমুদউল্লাহকে জাতীয় দলের নতুন নির্বাচক ঘোষণার দাবিটি ভুয়া

এশিয়া কাপ সুপার ফোরের পঞ্চম ম্যাচে পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ ১১ রানের হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এরই প্রেক্ষিতে, ‘এশিয়া কাপে ব্যর্থতার দায়ে লিপুকে হটিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে নতুন নির্বাচক ঘোষণা বিসিবির’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এশিয়া কাপ ২০২৫ এ ব্যর্থতার দায়ে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলের আহ্বায়ক আশরাফ হোসেন লিপুকে সরিয়ে সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে নতুন নির্বাচক ঘোষণা করেনি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে সর্বাধিক ভাইরাল ফটোকার্ডটির কমেন্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে sportstimessy.blogspot.com নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে গত ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ‘এশিয়া কাপে ব্যর্থতার দায়ে লিপুকে হটিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে নতুন নির্বাচক ঘোষণা বিসিবির’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। কথিত এই সংবাদে দাবি করা হয়, এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলের পরাজয়ের পর থেকেই নির্বাচক কমিটিকে নিয়ে সমালোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন দল নির্বাচন ও একাদশ গঠনের বিষয়ে। সেই ধারাবাহিকতায় আজ ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়েছে— লিপু তার পদ ছাড়ছেন, এবং তার জায়গায় আসতে পারেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, বিসিবির একাধিক সূত্র জানিয়েছে যে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নীতিগতভাবে রিয়াদের নাম বিবেচনা করছেন।

এছাড়া, একই ফটোকার্ড ব্যবহার করে আরও একটি ব্লগস্পটে একই তথ্যসংবলিত সংবাদ প্রচার করা হয়। 

উক্ত সংবাদ দুটি পর্যালোচনা করে এতে মাহমুদউল্লাহ রিয়াদকে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক ঘোষণার দাবির বিষয়ে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি।

এছাড়া, বাংলাদেশের জাতীয় দলের অফিশিয়াল ফেসবুক পেজ ও বাংলাদেশে ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি। মাহমুদউল্লাহ রিয়াদকে নতুন নির্বাচক ঘোষণার ঘটনা ঘটলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।

সুতরাং, বিসিবি মাহমুদউল্লাহ রিয়াদকে জাতীয় দলের নতুন নির্বাচক ঘোষণা করেছে দাবিটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র 

  • Bangladesh Cricket Board – Website 
  • Bangladesh Cricket : The Tigers – Facebook Page 
  • Rumor Scanner’s analysis  

আরও পড়ুন

spot_img