হিন্দু হওয়ার কারণে নয়, চোটের কারণে খেলতে পারেননি লিটন দাস 

সম্প্রতি,‘Just Because He’s Hindu, He’s Dropped From The Squad And Jaker Ali Replaces Him As Captain Against India’ অর্থাৎ, ‘সে শুধু হিন্দু বলে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, আর ভারতের বিপক্ষে জাকের আলী আবার অধিনায়ক হয়েছেন।’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় লিটন কুমার দাসকে এশিয়া কাপের সুপার ফোরের ভারতের বিপক্ষে ম্যাচে স্কোয়াড থেকে বাদ দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর দুইদিন আগে অর্থাৎ ২২ সেপ্টেম্বর অনুশীলনের সময় পাঁজরে চোট পান লিটন দাস। সেই চোটের কারণে একাদশে জায়গা পাননি লিটন কুমার দাস। 

অনুসন্ধানে গত ২২ সেপ্টেম্বর প্রথম আলোর ওয়েবসাইটে “ভারতের ম্যাচের আগে অনুশীলনে চোট লিটনের”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে চোট পান লিটন দাস। 

এছাড়া, ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও এই চোটের কারণে খেলতে পারেননি লিটন দাস। আর আগে ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলোতে অধিনায়কত্ব করেন জাকের আলী অনিক। 

এই চোটের কারণে গত ০২ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশগ্রহণ করতে পারছেন না লিটন কুমার দাস। অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে গণমাধ্যমকে জানান জাতীয় দলের কর্মকর্তা৷ 

অর্থাৎ, চোটের কারণে এশিয়া কাপের সুপার ফোরের শেঅ দুই ম্যাচ এবং চলমান আফগানিস্তানের বিপক্ষে সিরিজে অংশগ্রহণ করতে পারছেন না লিটন কুমার দাস। 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় লিটন দাসকে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে স্কোয়াড থেকে বাদ দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img