সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার বৈশ্বিক প্রচেষ্টা হিসেবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের একটি নৌবহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। নৌযানগুলো ক্রমশই গাজার দিকে এগিয়ে চলেছে। এরই প্রেক্ষিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অপেক্ষায় নদী তীরে জড়ো হচ্ছেন গাজাবাসীরা দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে।
একই দাবির ইনস্টাগ্রাম ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গাজা উপকূলের নয় বরং ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর তিউনিশিয়ার সিদি বু সাইদ বন্দরে অবস্থানের তিন সপ্তাহ পূর্বের ভিডিওকে সম্প্রতি গাজা উপকূলের ভিডিও দাবিতে প্রচার হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে তিউনিসিয়ার গণমাধ্যম Taraji news এর পেজে গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওর বর্ণনা থেকে বিস্তারিত জানা না গেলেও এটুকু নিশ্চিত হওয়া যায় যে, এটি তিউনিসিয়ারই ভিডিও।

পরবর্তী অনুসন্ধানে ১০ সেপ্টেম্বর ফেসবুকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স কর্তৃক প্রকাশিত একই স্থানের একটি লাইভ ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যায়। রয়টার্স জানায়, তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দর থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের যাত্রার সময়ের ভিডিও এটি।
সুতরাং, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অপেক্ষায় নদী তীরে জড়ো হচ্ছে গাজাবাসী দাবিতে তিউনিসিয়ার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Taraji news: Facebook Video